• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

ভাবিনি তুমি চলে যাবে : রচনা ব্যানার্জি

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ১১:৩১ পিএম

ভাবিনি তুমি চলে যাবে : রচনা ব্যানার্জি

বিনোদন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় নায়িকা রচনা ব্যানার্জি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। সম্প্রতি বাবাকে হারিয়ে তার পারিবারিক জীবনে বিপর্যয় নেমে এসেছে। রচনা ব্যানার্জির বাবা রবীন্দ্রনাথ ব্যানার্জি সম্প্রতি ৮৪ বছর বয়সে মারা যান। হঠাৎ বাবার প্রয়াণ মেনে নিতে পারছেন না এ অভিনেত্রী।

ফেসবুকে বাবার একটি ছবি শেয়ার করেছেন রচনা। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার বাপিভাবিনি একদিন একা হয়ে যাব। ভাবিনি তুমি চলে যাবে এখনও অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সঙ্গে আছে আমি জানি। থাকবথাকতে হবে। তুমি ভালো থেকো বাপি।’

রচনার বাবা তার ‘বন্ধু ছিলেন। সারা জীবন পেছনে থেকে তিনি তার তারকা-কন্যার ভালো-মন্দ সামলেছেন। পরামর্শ দিয়েছেন তাকে। তাই বাবা ছাড়া রচনা দিশাহীন। বাবার দেখিয়ে দেয়া পথেই আগামী দিনে হাঁটবেন-এমনটাই বার্তা অভিনেত্রীর।

রচনাকে দীর্ঘদিন বড় পর্দায় দেখা না গেলেও ‘দিদি নম্বর ওয়ানর উপস্থাপনায় দেখা গেছে। সেখানে নারীদের সাহস জোগালেও এখন তিনি একা অনুভব করছেন। 

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ