• ঢাকা শুক্রবার
    ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ভুয়া খবরে ক্ষুব্ধ দেব

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২১, ০১:৩৯ এএম

ভুয়া খবরে ক্ষুব্ধ দেব

বিনোদন ডেস্ক

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা দেব অভিনীত ‘কমান্ডো ছবিটি নিয়ে চলছে জোর আলোচনা। ছবিটি বন্ধের ভুয়া খবরে ক্ষেপেছেন দেব, আলোচনায় বসছেন শাপলা প্রযোজনা সংস্থার সঙ্গে। এই অ্যাকশন-থ্রিলার ধর্মী ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দেব।

এ ছবিটি থেকে নাকি সরে আসছেন ভারতীয় সংসদ সদস্য-তারকা। বনিবনার অভাবে মাঝপথেই বন্ধ হয়ে যাচ্ছে ছবির কাজ। এমন খবর দেবের কানে পৌঁছতেই বিষয়টি নিয়ে তিনি ক্ষোভ উগড়ে দিয়েছেন। খবর : আনন্দবাজার।

এ ব্যাপারে দেব বলেন, ‘কয়েক দিন ধরে শুনেছি কথাটা। শুনে খারাপ লেগেছে। এ ধরনের অপপ্রচার দুই দেশের সুসম্পর্ক, সাংস্কৃতিক আদান-প্রদানবিরোধী। আমি এর প্রতিবাদ জানাচ্ছি। খবরটি সম্পূর্ণ ভুয়া। শাপলা মিডিয়ার সঙ্গে আলোচনায় বসছি।

ছবি নিয়ে দেব জানান, অতিমারির কারণে গত দুই বছর শুটিং করা যায়নি। প্রথমে ঠিক হয়েছিল ব্যাংককে শুটিং হবে। সে অনুযায়ী সবার ভিসাও তৈরি হয়ে গিয়েছিল। করোনার কারণে সেই পর্ব বাতিল হয়। প্রকোপ সামান্য কমলে ঠিক হয় শুটিং হবে দুবাইয়ে। সেই সম্ভাবনাও নষ্ট করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায়। দেব বাধ্য হয়েই এরপর কলকাতায় তার অন্য ছবির কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে সাময়িক থমকে যায় ‘কমান্ডোর শুটিং। আলোচনার মাধ্যমে আপাতত সেই জট কাটাতেই ব্যস্ত পর্দার ‘কমান্ডো এবং প্রযোজনা সংস্থার কর্ণধার সেলিম খান।

আপাতত দুই পক্ষের একান্ত ইচ্ছা, নতুন করে সময় সাজিয়ে আবার শুটিং শুরু হবে ব্যাংককেই।

এস/এএমকে/এম. জামান

 

আর্কাইভ