• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

এবারও হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২১, ০৭:৫৪ পিএম

এবারও হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

বিনোদন ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকিতে গত বছরের মতো  বছরও বসছে নাঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর ষষ্ঠ আসর। সোমবার (১৫ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) অজয় কুমার কুণ্ডু।

তিনি বলেন, ‘করোনার কারণে আয়োজনটি আমরা করছি না। এটা তো শুধু আমাদের ওপর নির্ভর করে না, অন্য অনেক বিষয় থাকে। এই বছর ফোক ফেস্ট হচ্ছে না, এটা নিশ্চিত।’

২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট-এর আয়োজন করা হয়। আয়োজনে বিশ্বের নানা দেশ থেকে জনপ্রিয় সব লোকশিল্পী অংশ নেন।

নূর/এম. জামান

আর্কাইভ