• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জিতের প্রযোজনায় প্রসেনজিতের মেয়ে দিতিপ্রিয়া

প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ১২:৫৭ এএম

জিতের প্রযোজনায় প্রসেনজিতের মেয়ে দিতিপ্রিয়া

বিনোদন ডেস্ক

করোনা অতিমারীর জন্য বিনোদন জগতে বিপুল প্রভাব পড়েছে। বর্তমানে করোনার প্রকোপ কিছুটা কমেছে। পরিস্থিতি একেবারে স্বাভাবিক না হলেও ধীরে ধীরে হলমুখী হচ্ছেন দর্শকেরা। বিপদ এখনও কাটেনি। তবু ঝুঁকি নিয়েই ফ্লোরে ফিরেছেন টলিপাড়ার শিল্পী ও কলাকুশলীরা।

জগদ্ধাত্রী পূজায় দর্শকদের জন্য রয়েছে এক চমক। ঘোষণা হলো জিৎস ফিল্মওয়ার্কসের পরবর্তী ছবির নাম। 'সুইজারল্যান্ড'-এর সাফল্যের পর জিতের প্রযোজনা সংস্থা ও শৌভিক কুন্ডু একসঙ্গে নিয়ে আসছেন তাদের পরবর্তী ছবি 'আয় খুকু আয়'।

শুক্রবার (১২ নভেম্বর) ছবির শুভ মহরত হওয়ার পর, সামনে এলো প্রথম লোগো। মুখ্য চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দিতিপ্রিয়া রায়। মূলত মফস্বলের এক বাবা-মেয়ের গল্প বলবে এই ছবি, যার মূল গল্প পরিচালক শৌভিক কুণ্ডুর লেখা। চিত্রনাট্যে তাকে সাহায্য করেছেন, সুগত সিনহা। সঙ্গীত পরিচালনা করছেন রণজয় ভট্টাচার্য।

এ ব্যাপারে পরিচালক জানালেন, ‘ছবিটা একটি মফস্বলের বাবা ও মেয়ের গল্প। বাবার চরিত্রে রয়েছেন বুম্বা দা এবং তার মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া। এই মুহূর্তে গল্প নিয়ে এটুকুই জানাতে পারব। বাকিটা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। তবে এটুকু বলতে পারি, এটি আবেগপ্রবণ একটা গল্প।’

প্রসেনজিৎ, দিতিপ্রিয়া ছাড়াও 'আয় খুকু আয়' ছবিতে অভিনয় করবেন, সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, সত্যম ভট্টাচার্য, রাহুল দেব বোস-সহ আরও অনেকে। তবে টলিপাড়ায় রয়েছে আরও এক গুঞ্জন। ছবিতে নাকি স্বল্প পরিসরের জন্য দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় ঘরনি, অভিনেত্রী রাফিয়াত রসিদ মিথিলা। যদিও পরিচালক এই নিয়ে কোনো বিশেষ কথা বলেননি। তার কথায়, ‘এখনও ফাইনাল কোনো কথা হয়নি। তবে কথাবার্তা চলছে এই নিয়ে আমাদের।’

আগামী সোমবার থেকেই শুরু হবে 'আয় খুকু আয়' ছবির শুটিং। কলকাতার বিভিন্ন অঞ্চলসহ, বোলপুর ও তার সংলগ্ন বিভিন্ন প্রান্তিক এলাকাকে বেছে নেয়া হয়েছে লোকেশন হিসেবে। সব ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'আয় খুকু আয়'।

নূর/এএমকে/এম. জামান

আর্কাইভ