• ঢাকা বুধবার
    ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১

আরিয়ানের দেহরক্ষী হতে আবেদনপত্রের বন্যা

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২১, ০৯:১৭ পিএম

আরিয়ানের দেহরক্ষী হতে আবেদনপত্রের বন্যা

বিনোদন ডেস্ক

মাদককাণ্ডে ছেলের গ্রেফতার হওয়ার পর বাবা শাহরুখ খান তার জন্য দেহরক্ষী নিয়োগের পরিকল্পনা করেছেন। যে কোনো বিপদের মুখে আরিয়ানের সামনে দেয়াল হয়ে কেউ দাঁড়ান এমনটা চাইছেন শাহরু খান। এ খবর জানাজানি হতেই ডজন ডজন আবেদনপত্র জমা পড়েছে শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর দফতরে। বহু নিরাপত্তা সংস্থা এবং ব্যক্তিগত দেহরক্ষীরা যোগাযোগ করা শুরু করেছেন ‘বাদশাহ’র সহকর্মীদের সঙ্গে।

মাদক-মামলায় জেলে কাটিয়ে গত মাসের শেষে বাড়ি ফিরেছেন ২৪ বছরের আরিয়ান খান। শনিবার (১৩ নভেম্বর) আরিয়ানের জন্মদিন। ছেলের এই বিশেষ দিনটি উদ্‌যাপনের অপেক্ষায় ছিলেন আরিয়ানের বাবা-মা শাহরুখ এবং গৌরী খান। দিন কয়েক পর ‘পাঠান’ ছবির শুটিংয়ের জন্য স্পেনে উড়ে যাবেন কিং খান।

আগে জানা গিয়েছিল, স্পেনে যাবার আগে ছেলেকে বিশ্বস্ত কারও সুরক্ষায় রেখে যেতে চাইছেন তিনি। সেই বিশ্বস্ত মানুষ তারই ছায়াসঙ্গী রবি। বলিউডের ‘বাদশাহ’-কে আগলে রাখার প্রধান দায়িত্ব পালন করেন রবি।

কিন্তু আরিয়ানের জন্মদিনে সর্বভারতীয় সংবাদমাধ্যম অবশ্য অন্য কথা বলছে। তাদের খবর- আরিয়ানের জন্য নতুন দেহরক্ষী নিয়োগের কাজ শুরু হয়ে গিয়েছে। অজস্র আবেদনপত্রের ভিড়। মুম্বাইয়ের কয়েকটি নামি নিরাপত্তা সংস্থাও যোগাযোগ করেছে। শাহরুখ চান, রবির মতোই কেউ তার ছেলের সঙ্গে ২৪ ঘণ্টা কাটান। তারই খোঁজ চলছে পুরো দমে।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ