• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

হাসপাতালে পুনম, স্বামী আটক

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৫:১২ পিএম

হাসপাতালে পুনম, স্বামী আটক

বিনোদন ডেস্ক

অভিনেত্রী পুনম পান্ডের স্বামী স্যাম বোম্বেকে মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, স্ত্রী পুনম পান্ডের অভিযোগের ভিত্তিতে স্যামকে গ্রেফতার করা হয়েছে। স্যামের বিরুদ্ধে পুনম মারধরের অভিযোগ করেছেন। অভিনেত্রীর অভিযোগের পর স্যামকে জেলে পাঠিয়েছে পুলিশ।

মুম্বাই পুলিশ আরও জানিয়েছে যে, অভিযোগ নথিভুক্ত করার পর পুনম পান্ডেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বাই পুলিশ জানিয়েছে যে, পুনমের মাথায়, চোখ এবং মুখে গুরুতর আঘাত রয়েছে। তার অভিযোগের ভিত্তিতে স্যামের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

পুনম স্বামী স্যাম বোম্বের বিরুদ্ধে এবারই প্রথম হয়রানির অভিযোগ করেছেন তা নয়। গত বছরের সেপ্টেম্বরে তাদের বিয়ের কয়েকদিন পর পুনম স্যামের বিরুদ্ধে তাকে হয়রানি ও হুমকি দেয়ার অভিযোগ তোলেন। সে সময় তিনি গোয়ায় ছিলেন, যেখানে গোয়ার আদালত স্যামকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিলেন।

এমনকি স্বামীর সঙ্গে এসব আচরণের কারণে বিয়ে ভাঙার কথাও বলেছিলেন পুনম। তবে, পরে পুনম এবং স্যাম মিটমাট করে এবং সব কিছু ঠিকঠাক চলছিল। এখন পুনমের অভিযোগ থেকে অনুমান করা যায় যে, তাদের সম্পর্কে আবার ফাটল ধরেছে। প্রসঙ্গত, পুনমের স্বামী স্যাম বোম্বের একজন চলচ্চিত্র প্রযোজক। তিনি গল বান গই এবং বেফিকরার মতো গানও পরিচালনা করেছেন।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ