• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

মাতৃত্ব উপভোগ করছেন মুনমুন

প্রকাশিত: নভেম্বর ৯, ২০২১, ০৫:৫২ এএম

মাতৃত্ব উপভোগ করছেন মুনমুন

বিনোদন ডেস্ক

বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপিকা, অভিনেত্রী রুমানা মালিক মুনমুন আড়াই বছর পর দেশে ফিরেছেন এতদিন তিনি কানাডা ছিলেন দেশে ফিরে তিনি শোনালেন, তার ব্যক্তি জীবনের দারুণ এক খুশির খবর আর তা হলো তিনি প্রথমবারের মতো মা হয়েছেন

গত বছর ২৪ মে কানাডায় তার মেয়ে ইমান হোসেনের জন্ম হয়েছে তারপর থেকেই মাতৃত্ব উপভোগ করছেন মুনমুন মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজনরাঙা সকাল’-এর বিশেষ পর্বে অতিথি হয়ে এসব তথ্য জানিয়েছেন মুনমুন একই সঙ্গে নিজের জীবনের অনেক অজানা গল্পও অনুষ্ঠানটিতে বলেছেন তিনি 

মুনমুন জানিয়েছেন, প্রায় দেড় বছর ধরে মাতৃত্বের স্বাদ পেয়ে জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখেছেন তিনি জীবনের সব ক্ষেত্রে স্বামী তৌফিক হোসেনের অবদানের কথাও স্বীকার করতে ভোলেননি ডিসেম্বর পর্যন্ত দেশেই থাকার পরিকল্পনা তার এর মাঝে মনের মতো কোনো অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পেলে তা লুফে নিতে চান 

এই অভিনেত্রী কানাডায় ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি নিয়ে মাস্টার্স করেছেন সে বিষয় নিয়ে ভবিষ্যতে বাংলাদেশে কিছু করতে চান একই সঙ্গে কয়েক বছর পর একেবারে দেশেই ফিরে আসবেন বলেও জানিয়েছেন মুনমুন

মা হওয়ার আগে কানাডার স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করছিলেন মুনমুন এবার কানাডায় ফিরে পুনরায় চাকরিতে যোগ দেয়ার ইচ্ছা রয়েছে তার 

রুম্মান রশীদ খান লাবণ্যের উপস্থাপনায়, জোবায়ের ইকবালে প্রযোজনায়রাঙা সকাল’-এর মুনমুনের পর্বটি প্রচার হবে ১৫ নভেম্বর সকাল ৭টায়

জেডআই/ডাকুয়া

আর্কাইভ