• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

আইসিইউতে থাকা স্বামী নাঈমের জন্য দোয়া চাইলেন শাবনাজ

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২১, ০৬:১৮ এএম

আইসিইউতে থাকা স্বামী নাঈমের জন্য দোয়া চাইলেন শাবনাজ

বিনোদন ডেস্ক

নব্বই দশকের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক নাঈম। এই অভিনেতা সিনেমা ছেড়ে অভিনেত্রী শাবনাজের সঙ্গে সংসারে মনোযোগী হয়েছেন অনেক আগে ।

তবে নিয়মিত সিনেমা না করলেও চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে দেখা মেলে তার। বেশ কিছুদিন ধরেই অসুস্থ তিনি। করাতে হয়েছে বাইপাস সার্জারি। সফল বাইপাস সার্জারি শেষে এখন চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন তিনি। ৬ নভেম্বর দিবাগত রাত দুইটা থেকে ৭ নভেম্বর সকাল নয়টা পর্যন্ত টানা অপারেশন চলে এই অভিনেতার। প্রায় পাঁচ ঘন্টা পর তার জ্ঞান ফিরেছে। স্বামীর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন নাঈমের স্ত্রী অভিনেত্রী শাবনাজ।

হাসপাতাল থেকে শাবনাজের ছোট বোন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ গণমাধ্যমকে জানান, আলহামদুলিল্লাহ, ভাইয়ার (নাঈম) জ্ঞান ফিরেছে। ইশারায় আপার (শাবনাজ) সঙ্গে কথা বলেছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। আপা ভাইয়ার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

তিনি আরও বলেন, ’আগে থেকেই দুলাভাইয়ের হার্টে সমস্যা ছিল। বেশ কদিন ধরেই তার বুকে ব্যথা। আস্তে আস্তে ব্যথা বাড়ছিল। ভাইয়া ভেবেছিলেন, ব্যাকপেইন। ব্যথা বাড়তে থাকায় চিকিৎসক দেখাতে হাসপাতালে আসেন। শারীরিক পরীক্ষানিরীক্ষা করে চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দেন। গত রাতে ভাইয়ার অপারেশন হয়েছে। আলহামদুলিল্লাহ, বাইপাস সার্জারিটা ভালো মতোই হয়ে গেছে। চিকিৎসকেরা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজকে প্রথম দেখা গেছিলো ‘চাঁদনী সিনেমায়। তারা জুটি বেঁধে এরপর আরো প্রায় ২০টির মতো সিনেমায় অভিনয় করেছেন। ‘লাভ, ‘চোখে চোখে, ‘অনুতপ্ত, ‘বিষের বাঁশি, ‘সোনিয়া, ‘টাকার অহংকার, ‘সাক্ষাৎ ইত্যাদি এই জুটির উল্লেখযোগ্য সিনেমা।

সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে করতে তাদের মধ্যে বন্ধুত্ব ও প্রেম গড়ে ওঠে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে এই জুটি চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন।

 

ইফাত

আর্কাইভ