• ঢাকা বুধবার
    ০৮ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩১

রাজকন্যার মা হয়েছি : অভিনেত্রী বিথী

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২১, ১১:১০ পিএম

রাজকন্যার মা হয়েছি : অভিনেত্রী বিথী

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন তরুণ প্রজন্মের পছন্দের উপস্থাপিকা ফারজানা বিথী। যিনি রেহানা মরিয়ম নূরসিনেমায় গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন। মা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘জন্মের পর মেয়ের মুখ দেখে মনে হলো, রাজকন্যার মা হয়েছি।’

শনিবার (৬ নভেম্বর) বেলা ১১টা ৫৯ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন ফারজানা বিথী। তার মেয়ের নাম ফারনাজ হোসাইন আরিয়া। জন্মের সময় নবজাতকের ওজন ছিল ২ কেজি ৬ গ্রাম। মা ও মেয়ে দুইজনই সুস্থ আছেন। হাসপাতাল থেকে মা নিজেই তথ্যগুলো নিশ্চিত করেছেন।

ফারজানা বিথী বলেন, ‘জন্মের পর মেয়ের মুখ দেখে মনে হলো, রাজকন্যার মা হয়েছি। এটাই জীবনের বড় অর্জন। মেয়েকে বুকে নিয়ে স্পর্শ করার অনুভূতি কাউকে বোঝানোর মতো নয়। এখন খুবই খুশি লাগছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে, আমার জীবনটাই বদলে গেল। আমি খুবই এক্সাইটেড। আমার মেয়ে হয়েছে। নারী হিসেবে এটা আলাদা অনুভূতি। আমি চাইব, আমার মেয়েও যেন সব বাধা পেরিয়ে মানুষের মতো মানুষ হতে পারে। সবার কাছে সেই দোয়া চাই।

মুক্তি আসন্ন রেহানা সিনেমায় আয়েশা চরিত্রে অভিনয় করেছেন ফারজানা বিথী। সিনেমার অভিযুক্ত শিক্ষকের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ফারজানা বলেন, ‘রেহানা মরিয়ম নূর সিনেমায়ও আমি গর্ভবতী নারীর চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটির প্রয়োজনে হবু মায়েদের চলাফেরা, হাঁটাচলা ভালোমতো শিখতে হয়েছে। আমি খুশি, সিনেমাটি এ মাসেই মুক্তি পাচ্ছে। আমার মেয়েও এ মাসেই জন্ম নিলো।

২০১৬ সালের ২৬ এপ্রিল পারিবারিকভাবে বিয়ে করেন ফারজানা। তার স্বামীর নাম আরিফ হোসাইন। তাদের দুইজনের নাম মিলিয়ে আগে থেকে মেয়ের নাম ঠিক করে রেখেছিলেন।

শৈশব থেকেই নতুন কুঁড়ি, বিতর্ক, নাচ, আবৃত্তি, মঞ্চ অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন ফারজানা। সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই তিনি একুশে টেলিভিশনের এলাটিং বেলাটিংঅনুষ্ঠানে উপস্থাপনায় যুক্ত হন। তিনি ২০১৪ সাল থেকে নিয়মিত উপস্থাপনাকে ক্যারিয়ার হিসেবে নেন।

জেডআই/এম. জামান

আর্কাইভ