• ঢাকা শনিবার
    ০৪ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩১

নিখিলের আমন্ত্রণে টালিপাড়ার তারকারা

প্রকাশিত: নভেম্বর ২, ২০২১, ০৭:১৪ পিএম

নিখিলের আমন্ত্রণে টালিপাড়ার তারকারা

বিনোদন ডেস্ক

টালিউড অভিনেত্রী তৃণমূল সাংসদ নুসরাত জাহান ছেড়ে যাওয়ার পর থেকে নেট-দুনিয়ায় আরও বেশি করে সক্রিয় হয়েছেন নিখিল। সোশ্যাল মিডিয়ায় নিজের নানান ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন।

সম্প্রতি নিখিলকে নিয়ে ফ্যানপেজও খোলা হয়েছে। যেখানে ফলোয়ার্সও অনেক। নিখিল এবার শুরু করলেন মডেলিং।

নিখিলের পোশাক বিপণি সংস্থা এই প্রথম নিয়ে আসছে পুরুষদের জন্য বিশেষ ফেস্টিভ পোশাক। যার নাম রাখা হয়েছে ‘রঞ্জ। আর এই কালেকশনের মডেল হিসেবে দেখা যাবে তাকেই! সেই ছবি নিখিল নিজেই শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যাতে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।

নতুন এই বিশেষ পোশাক তৈরি উপলক্ষে রোববার ( নভেম্বর) কলকাতায় পার্টির আয়োজন করেন নিখিল। যাতে হাজির হয়েছিলেন টালিউডের একঝাক তারকা।

নিখিল জৈনর ্যাশন হাউজের ্যবসা রয়েছে। প্রতিষ্ঠানটি মেয়েদের পোশাক তৈরি করে থাকে। কিন্তু দীপাবলি উপলক্ষে ছেলেদের জন্যও পোশাক তৈরি করেন নিখিল। নিজের পোশাক উদ্বোধনের পাশাপাশি হ্যালোইন পার্টির আয়োজন করেন তিনি।

নিখিল বলেন— ‘নারীর শাড়ি আমার অনুপ্রেরণা। বেশ কিছু শাড়ির বৈশিষ্ট্যে বানিয়েছি পুরুষের এসব পোশাক।

কালো গেঞ্জির ওপর নীলচে শার্ট পরে হাজির হয়েছিলেন অঙ্কুশ হাজরা এবং গোলাপি পোশাকে ঐন্দ্রিলা সেন উদ্যোক্তা নিখিলের সঙ্গে ্যামেরাবন্দি হন। নিখিলের অনুষ্ঠান মাতিয়ে রাখেন তারকা দম্পতি তৃণা সাহা-নীল ভট্টাচার্য। হলুদ শাড়ি-ব্লাউজ এবং লাল শার্টে সেজেছিলেন তারা।

দুই বাংলার পরিচিত মুখ পাওলি দাম হাজির হয়েছিলেন নিখিলের আমন্ত্রণে। লাল পেড়ে কালো শাড়িতে সেজেছিলেন পাওলি দাম। সাদা পোশাকে উপস্থিত হয়েছিলেন তার স্বামী অর্জুন।

এছাড়া  পার্টিতে যোগ দিয়েছিলেনঊষসী রায়, মডেল-অভিনেত্রী সৌরসেনী মিত্র, সৌমিত্রিষা কুন্ডু প্রমুখ। হ্যালোইন উপলক্ষে ভুতুড়ে চমক দিতে খাবার পরিবেশনকারীরা মুখ ঢেকেছিলেন বিচিত্র মুখোশে।

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ