• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

জন্মদিনে ভক্তদের ভালোবাসা পেলেন ঐশ্বরিয়া

প্রকাশিত: নভেম্বর ১, ২০২১, ০৭:২৬ পিএম

জন্মদিনে ভক্তদের ভালোবাসা পেলেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন আজ সোমবার (১ নভেম্বর)। বিশেষ এই দিনটিতে ইন্ডাস্ট্রির সহকর্মী ও ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। টুইটারে জন্মদিন উপলক্ষে ঐশ্বরিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা।

সৌন্দর্যে ও অভিনয়গুণে কয়েক দশক ধরে তিনি মুগ্ধ করে রেখেছেন কোটি দর্শক। তাই প্রিয় অভিনেত্রীর জন্মদিনে উচ্ছ্বসিত তারা। ৩১ অক্টোবর রাত ১২টা বাজতেই ভক্তরা ঐশ্বরিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন।

১৯৭৩ সালের আজকের এই দিনে মঙ্গালোরের কর্নাটকে জন্মগ্রহণ করেন বলিউডের এ অভিনেত্রী। তার মাতৃভাষা তুলু হলেও হিন্দি, ইংরেজি, মারাঠি এবং তামিল ভাষায় সাবলীলভাবেই কথা বলতে পারেন। ১৯৯৪ সালে ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এর পর ১৯৯৭ সালে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গায়া সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে ঐশ্বরিয়া সবার নজর কাড়েন ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত 'হাম দিল দে চুকে সনম' ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

২০০২ সালে সঞ্জয় লীলার পরবর্তী ছবি 'দেবদাস'-এ তিনি পার্বতী চরিত্রে অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান। ২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। তাদের সংসার আলো করে রেখেছেন আরাধ্যা নামে এক কন্যাসন্তান।

নূর/এএমকে/ডাকুয়া

আর্কাইভ