• ঢাকা সোমবার
    ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রতিটি গালির জন্য ১১ টাকা পান নুসরাত ফারিয়া!

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৭:৫৬ পিএম

প্রতিটি গালির জন্য ১১ টাকা পান নুসরাত ফারিয়া!

বিনোদন প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার যেমন ভক্ত ও শুভানুধ্যায়ী আছেন, তেমনই আছেন নিন্দুকও। নিজের সিনেমা, অভিনয় ও গানের খবর নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভক্ত-অনুরাগীদের নিয়মিত আপডেট দেন ফারিয়া। তার সেসব পোস্টে প্রশংসা ও ভালোবাসার পাশাপাশি অনেক নেতিবাচক মন্তব্যও জমা পড়ে। অনেককে গালাগাল করতেও দেখা যায় তার পোস্টে। মূলত ফারিয়ার গান গাওয়া অনেকে নেতিবাচকভাবে নেয়, অনেকে নেয় ইতিবাচকভাবে।

তবে দুই ধরনের দর্শকই তার জন্য উপকারী বলে মনে করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য ভালোবাসা, আর যারা আমার হেটার্স, আমাকে গালি দেন তারা আমাকে গালি দিতে থাকুন। তাদের প্রতি গালির পেছনে আমি ১১ টাকা করে পাই।’

দুই বাংলায় অভিনয়ের পাশাপাশি গানেও বেশ পারদর্শী তিনি। এর আগে তার কণ্ঠে দুটি গান প্রকাশিত হয়েছে। দুটি গানই ব্যাপক আলোচিত হয়েছে। এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা। গানের নাম ‘হাবিবি’। এটি অ্যারাবিক ফিউশনের গান উল্লেখ করে নুসরাত ফারিয়া বলেন, অনেকটা আইটেম ফিলের গান। মুম্বাইয়ে একটি রাজকীয় মহলে শুটিং হয়েছে।

এ দিকে বঙ্গবন্ধুর বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। নভেম্বরে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ হবে। পর্দায় শেখ হাসিনা হতে পারাটা ক্যারিয়ারের সেরা অর্জন বলে মনে করেন নুসরাত ফারিয়া।

তিনি বলেন, ‘এত বড় দায়িত্ব আমি পেয়েছি, নিজেকে সৌভাগ্যবান মনে করছি। শুটিং সেটে আমাকে সবাই হাসিনা বলে ডাকতেন। ঘুম থেকে উঠে ঘুমাতে যাওয়া পর্যন্ত সবাই আমাকে হাসিনা বলতেন। এ জন্য মুম্বাই শুটিং চলাকালীন ফারিয়া নামটা ভুলেই গিয়েছিলাম।’

নিজের বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার ভাষ্য, ‘আপাতত বিয়ে করছি না। বিয়ে করতে সব কিছু গুছিয়ে নিতে ৬-৭ মাস লাগে। সেই সময়টা আমার কাছে নেই। প্যান্ডামিকের জন্য দুই বছরের মতো পিছিয়ে গিয়েছি। প্যান্ডামিক কাটিয়ে আবার সব কাজ শুরু হচ্ছে। তাই আপাতত বিয়ে করছি না।’

এস/এম. জামান

আর্কাইভ