• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

আবার আরিয়ানের পাশে ঋত্বিক

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২১, ০৯:৩৬ পিএম

আবার আরিয়ানের পাশে ঋত্বিক

বিনোদন ডেস্ক

মাদককাণ্ডে ফেঁসে গ্রেফতার হয়েছেন শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। আরিয়ান গ্রেফতার হওয়ার পর তার জন্য একটি খোলা চিঠি লিখেছিলেন বলিউড সুপারস্টার তারকা ঋত্বিক রোশন। বক্স অফিসে নিজেদের মধ্যে যতই লড়াই থাক না কেন, বিপদের সময় শাহরুখ-গৌরীর পাশে এসে দাঁড়িয়েছেন ঋত্বিক।

বহুবার আবেদন জানানোর পরও মুম্বাইয়ের স্পেশাল ও হাইকোর্ট আরিয়ানকে জামিন দেননি। কেন তার জামিন পেতে এত বেগ পেতে হচ্ছে- খান পরিবার ও আরিয়ানের সমর্থনে নিজের মনের ভাব প্রকাশ করেছেন ঋত্বিক। তুলে ধরেছেন কিছু তথ্য। এবার ইনস্টাগ্রাম স্টোরি বিভাগে মনের কথা ব্যক্ত করেছেন তিনি। তুলে ধরেছেন এক সাংবাদিকের ভিডিও ইন্টারভিউ। সেখানেই তিনি দেশের সর্বোচ্চ আদালতের (সুপ্রিম কোর্ট) আইনজীবী দুশন্ত দাভের সঙ্গে কথা বলছেন।

সেই ভিডিওতে আইনজীবী দাভে বলছেন- জাস্টিস নীতিন সাম্ব্রে, যিনি আরিয়ানের বিচারক, পূর্বে ড্রাগে জড়িত থাকা অনেককেই জামিনে মুক্ত করেছেন। এই ভিডিও শেয়ার করে মনের কথা লিখেছেন ঋত্বিক। কারও নাম না করেই তিনি বলেছেন, এটাই যদি আসল চিত্র হয়, তাহলে যা ঘটছে অত্যন্ত দুঃখজনক ঘটনা।

 

শামীম/এম. জামান

আর্কাইভ