বিনোদন ডেস্ক
চলছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। তার মধ্যে 'ডাবল মিউট্যান্ট ভ্যারিয়ান্ট' ভারতবাসীকে ভাবিয়ে তুলেছে। এমন অবস্থায় করোনা রোগীদের জন্য বিনামূল্যে নিজের রেস্তোরাঁ থেকে খাবার বিতরণ করছেন জনপ্রিয় অভিনেতা দেব।
অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুরুত্বপূর্ণ তথ্যও শেয়ার করছেন তিনি।এবার করোনা মোকাবিলায় নিজের অফিসকেই আইসোলেশন সেন্টার বানালেন এই সংসদ সদস্য।
মঙ্গলবার (১৮ মে) সন্ধ্যায় নিজের টুইটারে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
দেব লিখেছেন, ‘আমি আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের ডেবরার অফিসটিকে এ বছর আবার আইসোলেশন সেন্টার করে দিয়েছি। তার পাশাপাশি আমরা অ্যাম্বুলেন্স, ওষুধ, অক্সিজেন এবং খাবারও সরবরাহ করছি।’
সেই পোস্টে যোগাযোগের জন্য ফোন নম্বরও দিয়েছেন দেব। এর আগে তার উৎসাহেই রাজ্যের তিন জায়গায় কমিউনিটি কিচেন খোলা হয়েছে।
গত বছর থেকেই করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছেন তিনি। নিজের লোকসভা কেন্দ্র ঘাটালে করোনা আক্রান্তদের আত্মীয় পরিজনদের জন্য বিনা খরচে খাবারের বন্দোবস্ত করে দিয়েছিলেন।
টিআর
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন