• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

কাশ্মীরে প্রেমে মত্ত নুসরাত-যশ

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ১১:২৬ পিএম

কাশ্মীরে প্রেমে মত্ত নুসরাত-যশ

বিনোদন ডেস্ক

কাশ্মীরে গিয়ে প্রকাশ্যে ভালোবাসা উদযাপনে মেতেছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত। ভূস্বর্গেই প্রথমবার প্রেমের ফ্রেমে বন্দি দুজনে! বুধবার (২৭ অক্টোবর) ইনস্টাগ্রামে তাদের প্রথম একসঙ্গে ফ্রেমবন্দি হওয়ার একটি ভিডিও প্রকাশ করেন নুসরাত।

ভিডিওতে দেখা যায়, যশের হাতে হাত রেখেছেন নুসরাত। হাতের ছোঁয়া নয় শুধু। স্বামীর হাতে হাত বুলিয়ে আদর এঁকে দিলেন তিনি। ইনস্টাগ্রামে এই ভিডিওটি নিয়ে নোটিজেনদের মধ্যে হইচই পড়ে যায়।

ভিডিওতে আর দেখা যায়, একটি শিকারায় বসে রয়েছেন দুজনে। নেপথ্যে আমির খান এবং কাজলের ‘ফনা ছবির ‘মেরে হাত মেঁ গান। নুসরাত-যশের সোহাগে তাল মিলিয়েই যেন বইছে ডাল লেকের জল। ভিডিওর পাশে লেখা, ‘দুজনে। পাশে যশের নাম উল্লেখ করা রয়েছে।

এনা সাহা এবং যশ দাশগুপ্ত অভিনীত শিলাদিত্য মৌলিকের ছবি ‘চিনে বাদাম-এর শুটিং শুরু হয়েছে কাশ্মীরে। কিন্তু ভূস্বর্গে বেড়াতে যাওয়ার এমন সুযোগ কে ছাড়ে! তাই যশের সঙ্গী হয়েছেন স্ত্রী নুসরাতও। কাজ এবং মধুচন্দ্রিমাযাকে বলে এক ঢিলে দুই পাখি!

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ