• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

আবারও কটাক্ষের শিকার শ্রাবন্তী

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০৮:১৪ পিএম

আবারও কটাক্ষের শিকার শ্রাবন্তী

বিনোদন ডেস্ক

নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তার সম্পর্ক, বিয়ে, বিচ্ছেদএসব নিয়ে নেটিজেনদের সমালোচনার শেষ নেই। তবে নিজের ক্যারিয়ার ও ছেলে অভিমন্যুকে নিয়েই ব্যস্ত থাকেন এই সাহসী অভিনেত্রী। 

ছেলের প্রেমিকা দামিনীকে নিয়ে প্রায়ই ছবি পোস্ট করেন শ্রাবন্তী।দামিনীকে সঙ্গে নিয়ে ঘুরতেও যান বিভিন্ন জায়গায়। এরই মধ্যে তারা কাশ্মীর মালদ্বীপ ভ্রমণ করেছেন। ছেলের প্রেমিকার সঙ্গে একত্রে ছবি শেয়ার করে ট্রলেরও শিকার হন তিনি।

এবার দামিনীর জন্মদিনের সেলিব্রেশনে জমিয়ে পার্টি করলেন শ্রাবন্তী। দামিনীকে পাশে নিয়ে সেলফিও তুললেন তিনি। সেই ছবি পোস্ট করে শ্রাবন্তী দামিনীর উদ্দেশ্যে লিখেছেন, ‘হ্যাপি বার্থডে, বিউটিফুল।

শুধু তাই নয়, ছেলে দামিনীকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন তিনি। শোনা গেছে, দামিনীকে নাকি একটি দামি ক্যামেরাও গিফট করেছেন হবু শাশুড়ি। ব্যক্তিগত জীবনে ঝড় উঠলেও, ছেলের প্রেমের সম্পর্কে তার আঁচ পড়তে দেননি শ্রাবন্তী। চলতি বছরের প্রথম দিকেই শ্রাবন্তীর ছেলে অভিমন্যু দামিনীর একসঙ্গে ছবি পোস্ট করে তাদের প্রেমের কথা জানিয়েছিলেন।

ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘আপনি যাকে ফোন করেছেন তিনি এখন প্রেমে রয়েছেন শ্রাবন্তীর এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় লাগেনি। তবে দামিনীকে শুভেচ্ছার পাশাপাশি নেটদুনিয়ায় বাঁকা মন্তব্যের মুখোমুখিও হতে হচ্ছে তাদের। অনেকেই বলছেন, শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর সম্পর্কও টিকবে না বেশি দিন। কারণ, লোক দেখানো সম্পর্কেই নাকি বিশ্বাসী অভিমন্যু।

নূর/এএমকে/ডাকুয়া

আর্কাইভ