• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

মধুচন্দ্রিমায় ওমর সানী-মৌসুমীর ছেলে

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ১১:১৯ পিএম

মধুচন্দ্রিমায় ওমর সানী-মৌসুমীর ছেলে

বিনোদন ডেস্ক

অপরূপ সৌন্দর্যের লীলাভূমি খ্যাত মালদ্বীপে মধুচন্দ্রিমায় গেছেন তারকা দম্পতি ওমর সানী-মৌসুমীর ছেলে। গত ২৬ মার্চ এ তারকা দম্পতির একমাত্র ছেলে ফারদীন এহসান স্বাধীন ও সাদিয়া রহমান আয়েশা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়ের ছয় মাসের মাথায় পর্যটনের জন্য বিখ্যাত এই দেশে বেড়াতে গেলেন তারা।

সোশ্যাল মিডিয়ায় ফারদীন বিষয়টি নিয়ে তেমন প্রকাশ্য না হলেও আয়েশা নিজের ইনস্টাগ্রামে ধারাবাহিক ছবি প্রকাশ করেছেন। সেখানেই মালদ্বীপে, সমুদ্র ধারের রিসোর্টে বিভিন্ন মুহূর্ত ধরা পড়েছে।

আয়েশা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রথমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে মুখ দেখা না গেলেও বোঝা যাচ্ছিল তিনিই আয়েশা। এরপর বেশ কয়েকটি একক ছবি প্রকাশ করেন ফারদীনের সঙ্গে একটি ঘনিষ্ঠ মুহূর্তের দ্বৈত ছবি প্রকাশ করেছেন। ছবি দেখেই বোঝা যাচ্ছে, মধুচন্দ্রিমায় রোমান্টিক মুহূর্ত বেশ ভালোই কাটিয়েছেন ফারদীন আয়েশা।

প্রসঙ্গত, স্বাধীনের বউ সাদিয়া রহমান আয়েশা কানাডা প্রবাসী হলেও জন্মসূত্রে বাংলাদেশি। বাড়ি কুমিল্লায়। কানাডাতেই পড়াশোনা করেছেন, বেড়ে উঠেছেন। বিয়ের কয়েক মাস আগে স্বাধীনের সঙ্গে পরিচয় হয় তার। পরিচয় থেকে বন্ধুত্ব, ভালো লাগা। সেই ভালো লাগার সূত্র ধরেই দুই পরিবারের অলোচনায় ঠিক হয়েছিল বিয়ের দিনক্ষণ।

নূর/এএমকে/ডাকুয়া

আর্কাইভ