• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

আবার মালদ্বীপ যাওয়ার আবদার শুভশ্রীর

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২১, ০৫:৫৪ পিএম

আবার মালদ্বীপ যাওয়ার আবদার শুভশ্রীর

বিনোদন ডেস্ক

কিছুদিন আগেই মালদ্বীপ থেকে ফিরেছেন শুভশ্রী। ছেলে ইউভান ও স্বামী রাজ চক্রবর্তীকে নিয়ে দ্বীপ রাষ্ট্রটিতে ছুটি কাটিয়ে এসেছেন। মালদ্বীপের ছুটি ফুরালেও এখনও যেন ছুটির ঘোর কাটেনি নায়িকার। তাই স্বামীর কাছে আবার মালদ্বীপে ফিরে যাওয়ার আবদার করলেন শুভশ্রী। রোববার (২৪ অক্টোবর) নিজের ইনস্টাগ্রামে মালদ্বীপ বেড়ানোর একটি রিল ভিডিও পোস্ট করেন নায়িকা। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাকে ফিরিয়ে নিয়ে চল।’

কখনও বালির ওপর বসে আঁকিবুকি কাটছেন শুভশ্রী। কখনও আবার নীল জলরাশির ওপর রাজের হাত ধরে হেঁটে যাচ্ছেন। কখনও একে অপরের কাঁধে মাথা রেখে সূর্যাস্ত দেখছেন ইউভানের বাবা-মা। মালদ্বীপ থেকে ফিরে এলেও ছুটির আমেজ থেকে যেন বের হতে পারছেন না রাজ-শুভশ্রী। শনিবারই সামাজিক মাধ্যমে স্ত্রী ও ছেলের একটা ম্যাজিক্যাল মোমেন্ট শেয়ার করতে দেখা গিয়েছে পরিচালক-বিধায়ক রাজ চক্রবর্তীকে। মালদ্বীপের সি ফেসিং বিচ রিসোর্টে বসে রাজ।

অন্যদিকে, ইউভানকে কোলে নিয়ে আপন খেয়ালে নাচছেন শুভশ্রী। সেই ভিডিও শেয়ার করেছেন রাজ। তারকা দম্পতির মন ভালো করা এ ভিডিও ভাইরাল নেটপাড়ায়।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী সাধারণত নিজেদের কাজ নিয়ে ভীষণ ব্যস্ত থাকেন। রাজের ছবির কাজের পাশাপাশি রয়েছে রাজনৈতিক দায়িত্ব। যার ফলে সেভাবে একসঙ্গে সময় কাটাতে পারেন না তারা। বর্তমানে রাজের হাতে বেশ কয়েকটি কাজ রয়েছে। ১০ বছর পর নন-ফিকশন শোর পরিচালনায় ফিরেছেন তিনি। পরিচালনা করছেন ‘সংগীতের মহাযুদ্ধ’ নামের একটি শো। ওই শোতে রিয়েলিটি শোর বিজেতারা অংশগ্রহণ করেছেন। আর সেই কারণেই ওই মহাযুদ্ধে সেরার সেরাকে বেছে নেওয়া হবে।

অন্যদিকে, পুরোদমে কাজে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এ মুহূর্তে শুভশ্রীকে দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্সে’-র বিচারকের আসনে। এ ছাড়াও হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। যেমন খুব শিগগিরই ‘অ্যান্টিডোট’ ছবির কাজ শুরু করবেন শুভশ্রী। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে অঙ্কুশ হাজরাকে। এ ছাড়াও বাবা যাদবের পরিচালনায় অঙ্কুশের বিপরীতে আরও একটি ছবির শুটিং সেরে ফেলেছেন শুভশ্রী। তবে সেই ছবির মুক্তির তারিখ এখনও জানা যায়নি। 

শামীম/এএমকে

আর্কাইভ