• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

সন্তানের জন্য আমি সব কিছু ফেলে রাখতে পারি : শাহরুখ

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২১, ০২:৫২ এএম

সন্তানের জন্য আমি সব কিছু ফেলে রাখতে পারি : শাহরুখ

বিনোদন ডেস্ক

নিজের জীবনের চেয়ে সন্তানদের বেশি ভালোবাসেন শাহরুখ খান। অথচ বড় ছেলে আরিয়ান খান ১৯ দিন বাড়িছাড়া। মাদককাণ্ডে আর্থার রোড জেলে রাত কাটছে তার। শুধু তাই নয়শাহরুখ খানের ছেলে আরিয়ান খান এখন নামহীন। তার পরিচয় শুধু কয়েদি নম্বর ৯৫৬।

বড় আদরে মানুষ হয়েছেন আরিয়ান খান। না চাইতেই পেয়েছেন অনেক কিছু। কিন্তু এখন! জেলের খাবার খেতে পারছেন না। বাড়ির খাবার খেতে চাইছেন। কিন্তু তাও সম্ভব হচ্ছে না। শাহরুখ খান ছেলের জন্য বাড়ির খাবার পাঠাতে চান। তাতেও বাদ সাধতে পারেন আদালত। তাতেই আতঙ্কিত শাহরুখ খান।

এমন অবস্থায় কিং খানের বেশ কয়েক বছর আগেকার একটি ভিডিও তুলে এনেছেন ‘বাদশা’র ভক্তরা। তাতে 'কফি উইথ কন'-এ কাজলের সঙ্গে বসে আছেন শাহরুখ। সন্তানদের কথা জিজ্ঞাসা করা হয়েছে তাকে। উত্তরে কিং খান বলেছেন, ‘নিজের শরীরের একটি অংশকে যদি আমি শরীরের বাইরে হাঁটাচলা করতে দিই, তার অর্থই হলো সন্তান। আমার ছেলেমেয়ের দিকে যদি কোনো গাড়ি এগিয়ে আসে, আমি তার সামনে দাঁড়িয়ে গিয়ে সন্তানদের জীবন বাঁচাব।’ আর সেখানেই তার ভয়- ‘আমার খ্যাতির জন্য ওদের জীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়। এই ভয় পাই আমি বারবার। তাদের জন্য আমি সব কিছু ফেলে রাখতে পারি।’

জনপ্রিয় অনুষ্ঠানের সেই ভিডিও ফেসবুকে ভাগ করে নিয়েই শাহরুখকে ভরসা দিয়েছেন অনুরাগীরা। সকলের প্রার্থনা, আরিয়ান যেন তাড়াতাড়ি জামিন পেয়ে বাড়ি ফেরেন। বুধবারও তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন মুম্বাইয়ের এক আদালত। আপাতত ৩০ অক্টোবর পর্যন্ত জেলেই কাটবে শাহরুখ-তনয়ের। গত ৩ অক্টোবর গ্রেফতার হওয়ার পরে বৃহস্পতিবার (২১ অক্টোবর) প্রথম জেলে গিয়ে ছেলের সঙ্গে দেখা করেছেন শাহরুখ।

 

শামীম/এম. জামান

আর্কাইভ