• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

‘কিছু মানুষ নামধারীর আচরণে আমি লজ্জিত’

প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ১০:২৯ পিএম

‘কিছু মানুষ নামধারীর আচরণে আমি লজ্জিত’

বিনোদন প্রতিবেদক

ঢালিউডে এ সময়ের আলোচিত নায়ক সিয়াম আহমেদ। ২০১৭ সালে পোড়ামন ২চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হওয়া এই চিত্রনায়ক এখন ঢাকাই সিনেমার ব্যস্ত অভিনেতা। পরীমনি গ্রেফতারের পর নেটিজেনদের কবলে পড়েছিলেন তিনি। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে নেতিবাচক মন্তব্যের মুখে পড়েছেন সিয়াম।

মঙ্গলবার (১৯ অক্টোবর) এই নায়ক তার স্ত্রীর সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করেন। ক্যাপশনে লিখেছেন- আলহামদুলিল্লাহ। আর ছবিগুলোতে দেখা যায়, স্ত্রীকে নিয়ে কোনো এক রেস্তোরাঁয় বসে আছেন তিনি। ছবিতে অনেকেই ইতিবাচক মন্তব্য করলেও, বাদ যায়নি নেতিবাচক কথা। এতে হতাশ ও লজ্জিত সিয়াম।

এসব দেখে বাধ্য হয়েই কমেন্ট বক্সে তিনি লিখেছেন- সত্যি বলতে আমি, আশা করব যখন আপনি আমার পরিবারকে নিয়ে কথা বলবেন তখন আপনাদের মাথায় ‌‌‘সম্মানশব্দটা যেন থাকে। এটা আপনাদের কাছে ন্যূনতম চাওয়া। আমি আমার কমেন্টবক্স চেক করি। আমি সত্যিই লজ্জিত কিছু মানুষ নামধারীর আচরণে।

তিনি আরও লিখেছেন- আপনারা অবশ্যই আমাকে দোয়া ও ভালোবাসায় রাখবেন। আমার পরিবারের সদ্যদের জন্যও আমি সেটা একইভাবে আশা করি। এটা কি অনেক চাওয়া?

এ দিকে, সিয়াম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা বিশ্বসুন্দরী। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত শান, অপারেশন সুন্দরবন, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন, মৃধা বনাম মৃধা, স্বপ্নবাজী সিনেমাগুলো। এ ছাড়াও তার হাতে আছে ইত্তেফাক, দামাল, বঙ্গবন্ধু, বায়োপিকের মতো আলোচিত সিনেমার কাজ।

জেডআই/এম. জামান

আর্কাইভ