• ঢাকা সোমবার
    ১৩ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩১

মালদ্বীপে মা-বোনের সঙ্গে ঘুরছেন আলিয়া

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ১১:১৩ পিএম

মালদ্বীপে মা-বোনের সঙ্গে ঘুরছেন আলিয়া

বিনোদন ডেস্ক

মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটকে নিয়ে মালদ্বীপে ছুটি কাটাতে গিয়েছেন এই বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সেখানে পরিবারের প্রিয় সদস্যদের সঙ্গে দারুণ সময় কাটছে তার। সামাজিক মাধ্যমে ঘোরাঘুরির ছবিও প্রকাশ করছেন এই তরুণ অভিনেত্রী।

সোনি রাজদানিও মেয়েদের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন সবার সঙ্গে। ইনস্টাগ্রামে দেওয়া তার রিল ভিডিওতে একাধিক ছবি কোলাজ করে প্রকাশ করতে দেখা যাচ্ছে। ডিনার টেবিলের খাবার থেকে মালদ্বীপ সমুদ্র সৈকতে আবহাওয়াকে উপভোগ করা, সবই উঠে এসেছে এতে।

আলিয়ার বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এর মধ্যে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র, ‘আরআরআর, ‘ডার্লিংস ও ‘গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি। এ ছাড়া ‘জি লে জারা সিনেমাটির শুটিং শিগগিরই শুরু করতে যাচ্ছেন তিনি।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মধ্য দিয়ে কেন্দ্রীয় চরিত্রের অভিনেত্রী হিসেবে বলিউডে অভিষেক ঘটে আলিয়া ভাটের। ছবিটি মুক্তি পেয়েছিল ২০১২ সালের ১৯ অক্টোবর। সে হিসেবে সোমবার (১৯ অক্টোবর) এর ৯ বছর পূর্ণ হলো।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ