• ঢাকা শনিবার
    ০৯ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১

ওস্তাদ রশিদ খানকে হত্যার হুমকি, গ্রেফতার দুই

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১২:৪৩ পিএম

ওস্তাদ রশিদ খানকে হত্যার হুমকি, গ্রেফতার দুই

বিনোদন ডেস্ক

ভারতের সঙ্গীতশিল্পী ওস্তাদ রশিদ খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার কাছ থেকে ৫০ লক্ষ টাকা চাঁদা চাওয়া হয়েছে। এ অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তির নাম অবিনাশ কুমার ভারতী (২৪) এবং দীপক অওলাখ (২০)। অবিনাশ বিহারের বেগুসরাইয়ের সালাউনা গ্রামের বাসিন্দা। তিনি রশিদের গাড়িচালক ছিলেন। দীপক উত্তর প্রদেশের আমরোহার বাসিন্দা। তিনি রশিদের অফিসে কিছুদিন কাজ করেছেন।

রশিদের পরিবারের অভিযোগ, দিন কয়েক আগে মোবাইলে বারবার ফোন করে হুমকি দেওয়া হয়। তার বড় মেয়েকেও ফোন করা হয়। বলা হয়, বাড়ির সামনে বন্দুকবাজ ঘুরছে। বাড়ি থেকে বেরোলেই গুলি করা হবে শিল্পীকে।

পুলিশ সূত্রে খবর, রশিদের অফিসে কিছুদিন কাজ করে দীপক উত্তর প্রদেশে নিজের বাড়ি চলে যান। এর পর হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে রশিদ এবং তার কন্যাকে হুমকি দিতে থাকেন। বলা হয়, তাকে ‘ক্ষতিপূরণ’ দিতে হবে। প্রথমে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পরে ২০ লক্ষ টাকা চাওয়া হয়। টাকা না পেলে রশিদকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয়।

এর পরই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয় রশিদের পরিবারের পক্ষ থেকে। তদন্তে নেমে পুলিশ মোবাইলের টাওয়ার লোকেশন দেখে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করে।

 

শামীম/ডাকুয়া

আর্কাইভ