• ঢাকা রবিবার
    ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

প্রথমবারেই হাতেনাতে ধরা পড়েছিলেন সানি লিওন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৫:২৪ পিএম

প্রথমবারেই হাতেনাতে ধরা পড়েছিলেন সানি লিওন

বিনোদন ডেস্ক

পেডিয়াট্রিক নার্স হওয়ার জন্য পড়াশোনা করছিলেন। তারপর পেন্টহাউস ম্যাগাজিনের এক চিত্র সাংবাদিকের সঙ্গে পরিচয়। ২০০১ সালে তখন থেকেই তার গ্ল্যামার দুনিয়ায় আসা। সে অনেক আগের কথা এবং অন্য জগতের গল্প। বলছি বলিউডের এই সময়ের অন্যতম আলোচিত আবেদনময়ী অভিনেত্রী সানি লিওনের কথা। যার গোটা জীবনটাই যেন একটা বই।

সানি লিওন সম্পর্কে জানতে হলে দেখে নিতে পারে তাকে নিয়ে তৈরি বায়োপিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর: দ্য আনটোল্ড স্টোরি। এটা দেখলে জানতে পারবেন তার জীবনের গুরুত্বপূর্ণ সব অধ্যায়গুলো। তার পরেও যতবারই তিনি সাক্ষাৎকার দেন, ততবারই বিস্মিত করেন তার অনুরাগীদের। মন জয় করে নেন দর্শকদের।

সম্প্রতি ফিল্মফেয়ারের অনুষ্ঠানে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছিলেন সানি লিওন। সাক্ষৎকারের শেষ পর্বে, র‌্যাপিড ফায়ার রাউন্ডে এই তারকাকে জিজ্ঞেস করা হয়, তার জীবনের প্রথম চুম্বনের স্মৃতি। মনখোলা এই অভিনেত্রী বলেন, সেই স্মৃতি আজীবন বয়ে বেড়াচ্ছেন তিনি। তবে সেই স্মৃতি নাকি সুখকর নয়।

কেন? সানি লিওন বলেন, সে সময়ে স্কুলে পড়তেন তিনি। এক প্রেমিক জুটেছিল সদ্য। প্রথম চুম্বনের স্মৃতি তারই সঙ্গে। কিন্তু সেই চুমু খেতে গিয়ে বাবার কাছে হাতেনাতে ধরা পড়ে যান তিনি! আর এর পরেই তার পরিবারের ওপর দিয়ে দারুণ ঝড় বয়ে গিয়েছিল।

২০১২ সালে প্রাপ্তবয়স্ক ছবির দুনিয়া ছাড়েন সানি লিওন। বলিউডে শুরু করেন নতুন যাত্রা। বলিউডে কেরিয়ার শুরু করা সানি লিওন গত বছর প্রকাশ্যেই প্রথম বার পর্ন দেখার অনুভূতি জানিয়েছিলেন। বলেছিলেন প্রথম পর্ন দেখার পরে তিনি যথেষ্ট বিরক্ত হয়েছিলেন এবং কখনোই ভাবেননি, চরম বিরক্তিকর এই ইন্ডাস্ট্রিতেই একদিন তাকেও যুক্ত হতে হবে।

সানি লিয়ন ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবার তিন সন্তানের মা-বাবা। ২০১৭ সালের জুলাই মাসে তারা প্রথম কন্যাসন্তান নিশাকে দত্তক নেন। পরে ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় তাদের ছেলে নোয়া ও আসের।

জনপ্রিয় ও বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস-এর মাধ্যমে বলিউডে পা রাখেন সানি লিওন। তিনি ‘জিসম টু, ‘রাগিনি এমএমএস টু, ‘এক পহেলি লীলা, ‘কুছ কুছ লোচা হ্যায়, ‘মাস্তিজাদি, ‘তেরা ইন্তেজার ও নিজের জীবনীভিত্তিক ওয়েব সিরিজ ‘করণজিৎ কৌর-এ অভিনয় করেছেন।

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ