• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নবমীর রাতে রঙ মেলালেন কাঞ্চন-শ্রীময়ী

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৪:৩২ পিএম

নবমীর রাতে রঙ মেলালেন কাঞ্চন-শ্রীময়ী

বিনোদন ডেস্ক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ শুক্রবার (১৫ অক্টোবর) দশমীর বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে এই উৎসব। তার আগে নবমীর রাতে এক ফ্রেমে বন্দি ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ! বহু দিন পরে একসঙ্গে তারা। সেই ছবি অভিনেত্রীর ইনস্টাগ্রামে পূজার শেষ রাতে আপলোড করতেই শুরু আলোচনার ঝড়।

ছবি দিয়ে তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। লিখেছেন, ‘যতই বাধা আসুক, সব পেরিয়ে মূল্যবান মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করার অভ্যেস বন্ধ করিনি। যেমন প্রতি বছর করে এসেছি। তেমনই এ বছরেও...।’

পিঙ্কি-কাঞ্চন-শ্রীময়ী ত্রিকোণ সম্পর্ক প্রকাশ্যে আসতেই অভিনেতা-বিধায়ক এবং অভিনেত্রীকে এক ফ্রেমে আর দেখা যায়নি। যদিও তাদের মধ্যে যোগাযোগ রয়েছে। সে কথার প্রমাণ দিয়েছে তাদের বিভিন্ন ছবি। রথেও তরা একসঙ্গে ছিলেন। তবে ছবি দিয়েছিলেন আলাদাভাবে। এদিন তাদের সঙ্গে দেখা গেছে আইনজীবী তথা শাসকদলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্ভবত শ্রীরামপুরের পূজায় গেছিলেন তারা। কাঞ্চন-শ্রীময়ীর এই সাহসী পদক্ষেপ আবারও মনে করে দিয়েছে শোভন চট্টোপাধ্যায়-বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে। পূজার দুই দিন আগে এভাবেই একটি ওয়েবসাইটের পাতায় তারা একসঙ্গে এসেছিলেন। স্বীকার করেছেন, প্রেম আছে। এবার কি সেই পথে কাঞ্চন-শ্রীময়ীও? উত্তর পাওয়া যায়নি।

তবে শোভন-বৈশাখীর মতোই এদিন তারাও রঙ মেলালেন। শ্রীময়ীর শরীরে ঘিয়ে জমির চওড়া লাল পাড় শাড়ি। কাঞ্চনও বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি! তাই দেখে অনুরাগীদের রসিকতা, ‘শোভন-বৈশাখীর দুর্বল সংস্করণ!’

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ