• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পূজার শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস যা বললেন

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৪:১২ পিএম

পূজার শুভেচ্ছাবার্তায় অপু বিশ্বাস যা বললেন

বিনোদন প্রতিবেদক

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। আজ দশমীর বিসর্জনের মাধ্যমে শেষ হচ্ছে উৎসবটি। এমন দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছাবার্তা দিয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, একটি পূজামণ্ডপের সামনে বসে রয়েছেন নায়িকা। শাড়ি পরে সেজেছেন পূজার সাজে। বলেছেন, ‘সবাইকে বিজয়া দশমীর শুভেচ্ছা। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আমরা সবাই জানি, মা দুর্গা বিপদনাশিনী। আমি চাইব, মা দুর্গা এবার আমাদের সকল দুঃখ, কষ্ট, গ্লানি, মহামারি খুব দ্রুত সরিয়ে ফেলবে। আমরা ঠিক আগের মতোই হাসতে পারব। এটাই প্রত্যাশা, এটাই আশা।

অপু বিশ্বাস ভিডিওটি আপলোড করার পর এক ঘণ্টারও কম সময়ে ৩৫ হাজারের বেশি ভিউ হয়েছে। প্রায় আড়াই হাজার রিঅ্যাকশন পড়েছে। রয়েছে অসংখ্য মন্তব্য।

এদিকে শুক্রবার (১৫ অক্টোবর) একটি নতুন ছবি আপলোড করে ভিন্ন বার্তা দিয়েছেন অপু বিশ্বাস। লাস্যময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সাধারণত মেয়েরা বুদ্ধিমত্তার চেয়ে সৌন্দর্য বেশি চায়। কারণ মানুষ ভাবনার চেয়ে অনেক বেশি ভালো দেখতে পারে। এটা কি সত্যি?’

ছবিটিতে অপুর মাথায় রয়েছে একটি ডোরাকাটা হ্যাট, কার্ভ করা চুল পড়ে আছে পিঠে, আর তিনি পরেছেন গোলাপের প্রিন্ট করা ফিনফিনে গাউন। ছবিতে অপুর সৌন্দর্যে ভক্তরা মুগ্ধ হচ্ছেন।

অপু বিশ্বাস বর্তমানে কাজ করছেন ‘প্রেম প্রীতির বন্ধন নামের একটি সিনেমায়। কয়েক দিন আগে সিনেমাটির শুটিং হয়েছিল পাবনার ঈশ্বরদীতে। সেখানে অপুকে দেখার জন্য হাজার হাজার মানুষের সমাগম হয়। মানুষের ভিড় সামলাতে না পেরে অগত্যা পুরো টিম শুটিং শেষ না করেই ঢাকায় ফিরে আসে। প্রেম প্রীতির বন্ধন সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন তরুণ নায়ক জয় চৌধুরী।

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ