• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সেই গৃহবধূকে নৈশভোজে আমন্ত্রণ শাকিবের

প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৩:১২ পিএম

সেই গৃহবধূকে নৈশভোজে আমন্ত্রণ শাকিবের

বিনোদন প্রতিবেদক

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা শাকিব খান। বেশ কিছুদিন ধরেই গলুইসিনেমার শুটিংয়ে জামালপুরে রয়েছেন এই চিত্রনায়ক। দূর-দূরান্ত থেকে নানা বয়সী মানুষ প্রতিদিন শুটিং স্পটে ভিড় করছেন তাকে এক নজর দেখার জন্য। স্থানীয় এক গৃহবধূও দেখতে চেয়েছিলেন শাকিবকে। কিন্তু বাধ সাধে তার স্বামী। ইচ্ছে পূরণ না হওয়া আত্মহত্যা করতে গিয়েছিলেন তিনি। তবে বেঁচে গেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেটি ভাইরাল হয়। গণমাধ্যমেও সংবাদ প্রকাশিত হয় এ নিয়ে। বিষয়টি নজরে পড়ে শাকিব খানের। আর এমন ভক্তকে খুশি করতে সেই সুমাইয়ার সঙ্গে নৈশভোজে অংশ নেওয়ার আগ্রহ ব্যক্ত করেছেন শাকিব খান নিজেই। গলুইছবির প্রযোজক খোরশেদ আলম খসরু বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন। 

প্রযোজক খোরশেদ আলম বলেন, ‘শাকিবকে একনজর দেখার বায়না না মেটানোয় গৃহিণীর আত্মহত্যাচেষ্টার খবরটি আমরা প্রথমে জানতাম না। জানতে পেরে পুরো টিমের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করেছি। আমরা ওই পরিবারকে নৈশভোজের নিমন্ত্রণ করেছি। সেখানে শাকিব খান ও সিনেমার নায়িকা পূজা চেরি দুজনই উপস্থিত থাকবেন।

জানা গেছে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের বাসিন্দা ইসমাইল। তার সহধর্মিণী সুমাইয়া।

সুমাইয়ার আত্মহত্যাচেষ্টার খবরে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক জানান, বিষয়টি আমার কানে এসেছে। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাইনি।

গৃহিণীর আত্মহত্যাচেষ্টার ঘটনা নিয়ে শাকিব খান গণমাধ্যমে বলেন, ঘটনাটা শোনার পর আমার মন খারাপ হয়েছে খুব। এটা কখনই কাম্য নয়। জীবন সবার আগে। তার পর আবেগ। স্থানীয় প্রশাসনকে বলেছিওই দম্পতিকে আমাদের শুটিং সেটে নিয়ে আসতে।  

জেডআই/ডাকুয়া

আর্কাইভ