• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

জন্মদিনে নুসরাতের ভালোবাসা পেলেন যশ

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২১, ০৪:১৭ পিএম

জন্মদিনে নুসরাতের ভালোবাসা পেলেন যশ

বিনোদন ডেস্ক

পশ্চিমবঙ্গের এই সময়ের সবচেয়ে আলোচিত জুটি নুসরাত জাহান যশ দাশগুপ্ত। পর্দায় ও বাস্তব জীবনে তাদের রসায়ন জমেছে বেশ। নানা বিতর্ক থাকার পরেও তাদের প্রেমের সম্পর্কে কোনো চির ধরেনি। বরং তারা একে অপরের আরও কাছাকাছি। একসঙ্গে বসবাসও করেন তারা। তাদের সম্পর্কের গভীরতা এতটাই যে, সম্প্রতি যশের সন্তানের মা হয়েছেন নুসরাত।

রোববার (১০ অক্টোবর) ছিল যশের জন্মদিন। বিশেষ এই দিনে সঙ্গীকে ভালোবাসাময় শুভেচ্ছায় ভাসালেন নুসরাত। ইনস্টাগ্রাম স্টোরিতে যশের একটি ছবি শেয়ার করেছেন নুসরাত।

নুসরাত লিখেছেন, ‘শুভ জন্মদিন যশ এর সঙ্গে আবার জুড়ে দিয়েছেন একটি হার্ট ইমোজি।

সন্তান জন্মগ্রহণের পর নুসরাত যশের জীবনে এই প্রথম কোনো বিশেষ দিন এলো। সুতরাং বাড়িতে জাঁকজমক আয়োজনেই কেক কাটবেন বলে ধারণা করা হচ্ছে।

নুসরাত জাহান এর আগে সংসার করেছিলেন ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে। ২০১৯ সালে তারা হিন্দু ধর্মের রীতি অনুসারে বিয়ে করেন। তবে ভারতীয় আইন অনুযায়ী বিবাহ রেজিস্টার করেননি। ২০২০ সালে নিখিলের কাছ থেকে সরে আসেন নুসরাত। গণমাধ্যমের কাছে দাবি করেন, তাদের বিয়েই হয়নি। এরপর বিবাহবিচ্ছেদ ইস্যুতে আদালতের দ্বারস্থ হন নিখিল নুসরাত। এখনও সেই মামলা চলমান রয়েছে। 

অন্যদিকে নিখিলের সঙ্গে থাকা অবস্থায়ই নাকি যশের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন নুসরাত। কারণেই তিনি সংসার ছেড়ে প্রেমিকের কাছে চলে আসেন। গত ২৬ আগস্ট নুসরাত একটি ছেলে সন্তানের মা হয়েছেন। সেই সন্তানের বাবা যশ দাশগুপ্ত। যদিও তারা এখনও বিয়ে করেননি বলেই জানা যায়।

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ