• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

প্রাণঘাতী ভাইরাসের অ্যান্টিডটের খোঁজে শুভশ্রী ও অঙ্কুশ

প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১২:৫০ পিএম

প্রাণঘাতী ভাইরাসের অ্যান্টিডটের খোঁজে শুভশ্রী ও অঙ্কুশ

বিনোদন ডেস্ক

ভাইরাসে আক্রান্ত ছেলে। এক অসহায় বাবা ছেলের সুস্থতার জন্য অ্যান্টিডটের খোঁজ করছেন। এমনই এক গল্প নিয়ে ছবি বানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তার এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও অঙ্কুশ হাজরাকে।

পরমব্রতর এই ছবির নাম অ্যান্টিডট, যার বাংলা অর্থ প্রতিষেধক। তার এই ছবিতে উঠে আসবে বাবার অসহায়তা, ছেলেকে বাঁচানোর তাগিদ এবং একই সঙ্গে পুলিশ ও কিছু অসাধু ফার্মাসিউটিক্যাল মাফিয়ার সঙ্গে জীবন বাজি রেখে জেতার লড়াই। ছবিটির প্রযোজনায় নেক্সজেন ভেঞ্চার অ্যান্ড রোডশো ফিল্মস। প্রযোজক রক্তিম চট্টোপাধ্যায়, আর স্টোরি কনসেপ্ট অরিত্র সেনের। থ্রিলার ধর্মী এই ছবিটির পরিচালনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ও করবেন পরমব্রত।

পরমব্রত চট্টোপাধ্যায় এর আগে 'সোনার পাহাড়', 'অভিযান', 'বনি'র মতো বেশ কিছু ছবি পরিচালনা করেছেন। যার মধ্যে এবার পূঁজায় মুক্তি পাচ্ছে 'বনি' ছবিটি। এ সিনেমাটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে বানানো হয়েছিল। সেখানে কোয়েল মল্লিকের সঙ্গে জুটি বেঁধেছিলেন পরমব্রত। প্রসঙ্গত, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন শুভশ্রী। বর্তমানে তাকে একটি রিয়েলিটি শোয়ের বিচারকের আসনে দেখা যাচ্ছে। আর পুরোদমে ছবির কাজও শুরু করতে চলেছেন তিনি।

 

শামীম/এএমকে

আর্কাইভ