• ঢাকা শুক্রবার
    ১০ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

ডিভোর্স নিয়ে যা বললেন ‘সারেগামাপা’ খ্যাত নোবেল

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:৫৭ পিএম

ডিভোর্স নিয়ে যা বললেন ‘সারেগামাপা’ খ্যাত নোবেল

বিনোদন ডেস্ক

নানা কারণে আলোচিত-সমালোচিত সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেল। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন। বিয়ের দুই বছর না যেতেই ভারতের জি-বাংলায় প্রচারিত সারেগামাপারিয়েলিটি শোতে পরিচিতি পাওয়া এ কণ্ঠ তারকাকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন স্ত্রী সালসাবিল।

গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় তালাকের এই নোটিশ পাঠান সালসাবিল। তিনি অভিযোগ করে বলেন, ‘নোবেল মানসিকভাবে চরম অসুস্থ, চরম মাদকাসক্ত, নারী, নেশাসহ আমাকে নানাভাবে নির্যাতন করত; সব কিছুর প্রমাণ আমার কাছে আছে। এসব কারণে তাকে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছি।

এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তার জবাব দিলেন নোবেল। তিনি ডিভোর্সলিখে প্রথমে এক শব্দের একটি স্ট্যাটাস পোস্ট করেছেন। এরপর সালসাবিলের তালাকের একটি সংবাদ শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এ রকম নারীর সঙ্গে তালাকএকটি সুসংবাদ!

সালসাবিল জানিয়েছেন, 'যদিও আমার পাঠানো ডিভোর্স লেটারটায় সাইন দেওয়া হয়েছে কি না তা আমি এখনও জানি না। একটা ডিভোর্স অথবা সংসার ভেঙে যাওয়া কখনই সুন্দর কিছু না। তারপরও আমি নোবেলের সার্বিক সুস্থতা কামনা করি এবং তার ভবিষ্যৎ এর জন্য আমার তরফ থেকে সব সময় দোয়া থাকবে।'

উল্লেখ্য, ভারতের জি বাংলার সারেগামাপারিয়েলিটি শোয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সোশ্যাল মিডিয়ায় পরিচয়ের সূত্রে ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিল মাহমুদকে বিয়ে করেন এই সঙ্গীতশিল্পী। বিতর্কিত কাণ্ডের জেরে অনেক দিন ধরেই আলাদা থাকতেন এই দম্পতি।

জেডআই/এম. জামান

আর্কাইভ