প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৯:০৫ পিএম
বিশ্বের অন্যতম বড় মিউজিক
কনফারেন্স ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)। সারা বিশ্বের মিউজিক
প্রফেশনালদের নিয়ে আগামী ২৭ অক্টোবর পর্তুগালের পোর্তোতে শুরু হবে এবারের আসর। আর
এতে বাংলাদেশ থেকে আমন্ত্রণ পেয়েছেন খুলনার মেয়ে সুমি। ব্যান্ড চিরকুটের দলের
প্রধান হলেন শারমীন সুলতানা সুমি।
‘আহারে জীবন’ খ্যাত কণ্ঠশিল্পী সুমি বলেন, ‘বাংলাদেশের ব্যান্ড হিসেবে দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক নানা আয়োজনে অংশ নিচ্ছে চিরকুট। ২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভালে আমরা অংশ নিয়েছিলাম। উৎসবের পরিচালক টড আমাদের পারফরম্যান্স দেখেছিলেন। এ বছর ওম্যাক্স ২১-এর জুরি সদস্য তিনি। টড আমাকে উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।’
প্রতি বছর ভিন্ন ভিন্ন দেশে অনুষ্ঠিত হয় ওম্যাক্স। এবার ফুটবলার রোনালদোর দেশ পর্তুগালে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এটি। আগামী ২০ অক্টোবর সুইজারল্যান্ডে যাবেন সুমি। সেখানে গান নিয়ে একটি মিটিং শেষ করে ২৬ অক্টোবর ওম্যাক্সে অংশ নিতে পর্তুগালের পোর্তোতে পৌঁছবেন বলে জানিয়েছেন এই শিল্পী।
ওম্যাক্সের ওয়েবসাইটের তথ্য মতে— এবার ৯০টি দেশের ২৬০ জন সঙ্গীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সঙ্গীত পেশাদার এই কনফারেন্সে অংশ নেবেন। বিশ্বের খ্যাতিমান পেশাদার সঙ্গীতশিল্পীরা এতে একত্রিত হয়ে মতবিনিময় করেন। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সব ধরনের মিউজিকের বৃহত্তম মার্কেট বলা হয়ে থাকে।
জনপ্রিয় এই কণ্ঠশিল্পী ২০০২ সালে চিরকুট ব্যান্ড গঠন করেন। চিরকুট ব্যান্ডের প্রধান ভোকালিস্টের পাশাপাশি দলের অধিকাংশ গান সুমির লেখা এবং সুরারোপ করা। এ ছাড়া তিনি অন্য শিল্পীদের জন্যও গান লেখেন, গান করেন ও সুর করেন। টেলিভিশন, আয়নাবাজি চলচ্চিত্রে প্লেব্যাক গায়িকা হিসেবে আলোড়ন সৃষ্টি করেছেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী।
জেডআই/এম. জামান