• ঢাকা শুক্রবার
    ২৭ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

২ বছর পর ইনস্টাগ্রামে বলিউড ত্যাগ করা সেই নায়িকা

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৫:১৭ পিএম

২ বছর পর ইনস্টাগ্রামে বলিউড ত্যাগ করা সেই নায়িকা

বিনোদন ডেস্ক

ইসলামের টানে মাত্র ১৮ বছর বয়সেই বলিউডে অভিনয় ক্যারিয়ারের ইতি টেনেছিলেন জাইরা ওয়াসিম। ২০১৯ সালে ইনস্টাগ্রামে বড়সড় পোস্ট দিয়ে অভিনয়কে চিরতরে বিদায় জানিয়েছিলেন দঙ্গলঅভিনেত্রী। অভিনয় ছাড়ার আড়াই বছর পর ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করলেন এই কাশ্মীরি কন্যা।

বলিউডে খুবই সম্ভাবনাময়ী নায়িকা হিসেবে একটি নাম উচ্চারিত হচ্ছিল। ক্যারিয়ারের বসন্তকালেই সেই জাইরা ওয়াসিম ধর্মের টানে অভিনয় ছেড়ে যান। সবাইকে অবাক করে দিয়ে দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’-এর মতো ছবির জনপ্রিয় নায়িকা শোবিজ দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন।

বিপন্ন ধর্ম-বিশ্বাস এই কারণ দেখিয়ে জাইরার অকাল অবসর নিয়ে কম আলোচনা হয়নি। তবে নিজ সিদ্ধান্তে অবিচল এই কাশ্মীরিকন্যা। সম্প্রতি জাইরার পোস্ট করা ছবিতে একটা ব্রিজের ওপর হাঁটতে দেখা গেছে তাকে। বোরকা পরে রয়েছেন সাবেক নায়িকা। ক্যামেরার দিকে পিঠ করে রয়েছেন তিনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— ‘অক্টোবর সামের সূর্যকিরণ। ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না, তবু এতদিন পর জাইরার ঝলক দেখতে পেয়ে উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

প্রসঙ্গত ইসলামের টানে ২০১৯ সালের ৩০ জুন অভিনয়কে বিদায় জানান জাইরা ওয়াসিম।  যদিও গেল বছর তার একটি সিনেমা মুক্তি পেয়েছে। সেটির শুটিং করেছিলেন তিনি আগেই। বলিউড ছাড়ার ঘোষণার পর নতুন সিনেমায় দেখা যায়নি তাকে।

সেই সময় তিনি বলেছিলেন— ‘আমি বুঝতে পেরেছি বহুদিন ধরেই অন্য একজন হয়ে ওঠার চেষ্টা করছিলাম। এবার আমি আরও সুন্দরভাবে ফিট হতে পারব। কিন্তু সেটা অভিনয়ের জন্য নয়। অভিনয় জগতে আমি অনেক ভালোবাসা, সমর্থন-প্রশংসা পেয়েছি। কিন্তু এই ফিল্ড যেটা করেছে তা হলো আমাকে ধীরে ধীরে অবমাননার দিকে ঠেলে দিয়েছে।

ক্রমশ অবচেতনভাবে আমি আমার ইমান (বিশ্বাস) থেকে দূরে সরে যাচ্ছিলাম। কারণ আমি এমন একটি পরিবেশে কাজ করতাম, যা ক্রমাগত আমার ইমানের মাঝে বাধা হতো। ধর্মের সঙ্গে আমার সম্পর্ক বিপন্ন হয়ে পড়েছিল।

জেডআই/ডাকুয়া

আর্কাইভ