• ঢাকা বুধবার
    ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মহালয়ায় দেবের চমক, সঙ্গে প্রসেনজিৎ-ইশা

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২১, ০৪:৫২ পিএম

মহালয়ায় দেবের চমক, সঙ্গে প্রসেনজিৎ-ইশা

বিনোদন ডেস্ক

করোনা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হলেও ধীরে ধীরে হলমুখী হচ্ছেন দর্শকেরা। বিপদ না কাটলেও হুমকির মুখে ইন্ডাস্ট্রিগুলো। আর তাই ঝুঁকি নিয়েই কাজে ফিরেছেন টালিপাড়ার শিল্পী ও কলাকুশলীরা। মহালয়ার বিশেষ তিথিতে দর্শকদের জন্য রয়েছে এক উপহার। ঘোষণা হলো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারসের পরবর্তী ছবির।

প্রযোজকের আসনে বসার পর থেকে একের পর এক চমক দিচ্ছেন দেব। তার প্রযোজনা সংস্থার পরবর্তী বড় ছবিতে অভিনয় করবেন তিনি নিজেই। সঙ্গে রয়েছে আরও বড় দুটি নাম। পথিকৃৎ বসুর পরিচালনায় আসছে 'কাছের মানুষ'। দেব ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ইশা সাহা। বুধবার (৬ অক্টোবর) প্রকাশ্যে এলো ছবির মোশন পোস্টার।

প্রকাশ্যে আসা পোস্টারে দেখা যাচ্ছে একটি রেললাইনে বসে আছেন দেব ও প্রসেনজিৎ। দূর থেকে ক্রমেই নিকটবর্তী রেলগাড়ি। প্রসেনজিতের সাদাপাকা চুল-দাড়ি ও দুই অভিনেতার ক্যাজুয়াল লুক সবার নজর পড়ার মতো। 

এর আগে দেব ও প্রসেনজিৎকে একসঙ্গে দেখা গেছে সৃজিত মুখোপাধ্যায়ের 'জুলফিকার' ছবিতে। ইশার সঙ্গে দেব অভিনয় করেছেন আসন্ন মুক্তিপ্রাপ্ত, ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের ছবি 'গোলন্দাজ'-এ। ইন্ডাস্ট্রির দুই সুপার স্টার একই ছবিতে! বলাই বাহুল্য দর্শকদের প্রত্যাশা এক ধাক্কায় বেড়ে গেল অনেকটাই।

অন্যদিকে বাংলা কমার্শিয়াল ছবিতে পরিচালক পথিকৃৎ বসুর নাম সকলের কাছেই যথেষ্ট পরিচিত। 'হরিপদ ব্যান্ডওয়ালা', 'টোটাল দাদাগিরি', 'ফিদা', 'কে তুমি নন্দিনী'-এর মতো ছবিগুলো পরিচালনা করেছেন তিনি। সব ঠিক থাকলে, আগামী গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসছে 'কাছের মানুষ'।

 

নূর/এএমকে/এম. জামান

আর্কাইভ