• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ভেজা শরীরে রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ অন্তরঙ্গতা

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৫:২৭ পিএম

ভেজা শরীরে রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ অন্তরঙ্গতা

বিনোদন ডেস্ক

তারকা-দম্পতি রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন মলদ্বীপে। ছেলে ইউভানকে নিয়ে নীল পানির দেশে ছুটি কাটাচ্ছেন তারা। সেখানে নেই কোনো কোলাহল। আছে হাজার হাজার মাইল দূরের খোলা আকাশ আর নির্জনতা।

এই দম্পতি নিয়মিতই তাদের আনন্দঘন মুহূর্তের ছবি দিচ্ছেন ইনস্টাগ্রামে। মঙ্গলবার (৫ অক্টোবর) নেটমাধ্যমে উঠে এলো তাদের অন্তরঙ্গ মুহূর্তের ঝলক। একান্তে কীভাবে সময় কাটছে রাজ-শুভশ্রীর?

যত দূর চোখ যায়, শুধুই পানি। তারই মাঝে কাছাকাছি দুজনে। ভেজা শরীরে রোদের চিকিমিকি। রাজের হাত ছুঁয়ে শুভশ্রীর হাত। পিঠ ঢেকেছে ভেজা চুলে। অনাবৃত রাজ। কালো চশমায় ঢাকা চোখে অপলক তাকিয়ে স্ত্রীর দিকেই।

ব্যস্ত রুটিনের ফাঁকে দিন কয়েকের বিরতি। শহুরে কোলাহল ছেড়ে নিজেদের মতো করে দিন যাপনের আনন্দটুকু লুটেপুটে নেওয়া। জলের মাঝে বিলাসবহুল রিসোর্টই তার ঠিকানা। সূত্র : আনন্দবাজার।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ