• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

কৌশানিকে দুটি সালোয়ার দিয়েছে প্রেমিক

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২১, ০৪:১৫ পিএম

কৌশানিকে দুটি সালোয়ার দিয়েছে প্রেমিক

বিনোদন ডেস্ক

ওপার বাংলার জনপ্রিয় তারকা যুগলদের মধ্যে অন্যতম বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। কৌশানি বনির বিপরীতে ২০১৫ সালে ‘পারবো না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। পর্দায় জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে বনির সঙ্গে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। প্রেমের কথা অকপটে স্বীকারও করেছেন তিনি।

কৌশানি এবার আরও একটি কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন। এত দিনের সম্পর্কে বনির কাছ থেকে মাত্র দুটি সালোয়ার পেয়েছেন। বাংলাদেশে শুটিং করতে এসে সংবাদমাধ্যমের কাছে এই তথ্য জানান অভিনেত্রী।

কৌশানি জানান, ঢাকায় আসার আগে তিনি বনিকে নিয়ে শপিংয়ে বেরিয়েছিলেন। নিজের টাকায় প্রেমিককে ভারতীয় এক সেট পোশাক কিনে দেন। এর পর দিনই চলে আসেন বাংলাদেশে।

সুদর্শনা এ অভিনেত্রী বলেন, ‘ও আমাকে দুটো সুন্দর সালোয়ার উপহার দিয়েছে এ পর্যন্ত।’ অবশ্য এই উপহার কেবল পূজা উপলক্ষে, নাকি সম্পর্কের পুরো সময়ের; তা পরিষ্কার করেননি অভিনেত্রী।

শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘পিয়া রে’ সিনেমার শুটিং করছেন কৌশানি। এর চিত্রায়ন হচ্ছে চাঁদপুরে। সিনেমাটিতে তার নায়ক শান্ত খান। যিনি শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের ছেলে।

এর আগে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গেও কৌশানির অভিনয়ের কথা শোনা গিয়েছিল। ওই বিষয়ে তিনি বলেন, ‘সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের ব্যাপারে আলাপ হয়েছিল। তবে সময়-শিডিউল ও কিছু কারণে কাজটা হয়নি। শান্তকে দিয়ে এখানে আমার ক্যারিয়ার শুরু হলো। দেখা যাক, কতদূর এগোতে পারি, আর কার কার সঙ্গে কাজ করতে পারি।’

 

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ