• ঢাকা শনিবার
    ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

যে কারণে কেক কাটলেন নুসরাত

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১, ০৪:১২ পিএম

যে কারণে কেক কাটলেন নুসরাত

বিনোদন ডেস্ক

সব বিতর্ক পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফিরছেন টালিগঞ্জের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহান। বিতর্ক, সংসার, সন্তান... সব নিয়েই ছন্দে ফিরছেন তিনি। অন্তঃসত্ত্বা অবস্থাতেও সাজসজ্জার ছবি তুলেছেন। কিন্তু ছবির কোনো কাজ হাতে নেননি। ছবির কাজে ফের ক্যামেরার মুখোমুখি তিনি।

এমন দিনে উদযাপন না করলে হয়! সে কথা মনে ছিল তার রূপসজ্জা শিল্পীদের। ১ অক্টোবর সুদেষ্ণা রায়, অভিজিৎ গুহর আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ করতে রাজারহাটে এসেছিলেন এই তারকা। সেখানেই মেকআপ ভ্যানে তার জন্য ছিল চমক।

‘রাকা’ হয়ে ওঠার জন্য রূপটান-গাড়িতে পা রাখতেই অভিনেত্রীকে সবাই উপহার দেন 'লাল মখমল' কেক। রূপসজ্জা শিল্পীরা হাসিমুখে অপেক্ষা করছিলেন তার জন্য। খুশি নুসরাতও। কেক কেটে আগে নিজেই তাতে কামড় বসান। তার পর ভাগ করে দেন সবাইকে।

নুসরাত অভিনীত চরিত্র সম্বন্ধে এর আগে পরিচালক জানিয়েছেন, ‘রাকা’ তথাকথিত নায়িকাসুলভ চরিত্র নয়। ছবিতে তিনি এই প্রজন্মের প্রতিনিধি। রাকা একা থাকে। নাচ শিখিয়ে উপার্জন করে। ছবির নায়ক সোহমকে ঠিক পথের দিশা দেখায়। এর জন্য তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হবে। লড়াই করতে হবে।

নুসরাত কি তাহলে অ্যাকশনেও অংশ নেবেন? এমন প্রশ্নে পরিচালক জানিয়েছেন, সরাসরি অ্যাকশন না করলেও চুপচাপ বসে থাকবেন না অভিনেত্রী। দরকারে নিজেকে নিজেই রক্ষা করবেন। কেমন চেহারা হবে ‘এসওএস কলকাতা’র ‘আমান্ডা’র? আধুনিক, কিন্তু উগ্র নয়, দাবি সুদেষ্ণার। তাকে স্কার্ট-স্প্যাগেটি বা কুর্তা-ট্রাউজারে দেখা যাবে। সারা ছবিতেই হালকা সাজ থাকবে নুসরাতের। যাতে একই সঙ্গে স্নিগ্ধ অথচ সুন্দর দেখতে লাগে।

ছবির কাজের পাশাপাশি এ বছর জাতীয় স্তরের এক বস্ত্র বিপণির মুখ নুসরাত। আধুনিক কিন্তু সনাতনী সাজে সেজে ওঠা তারকা সেই ছবি ইনস্টাগ্রামে দিয়ে সামনে এনেছেন শুভ-অশুভর দ্বন্দ্বকে।

নিজের জীবনের উদাহরণ তুলে ধরে লিখেছেন- ‘অনেক সমস্যা এবং বাধা আমাদের দরজায় সারাক্ষণ কড়া নাড়ে। আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং আত্মবিশ্বাসের সঙ্গে সে সবের মোকাবিলা করেছি। অভিনেতা এবং জনপ্রতিনিধির ভূমিকায় তাই আমি জয়ী। দেবী দুর্গার বোধনের আগে আপনাদেরও সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে এভাবেই লড়তে অনুরোধ করব।’ সূত্র : আনন্দবাজার।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ