• ঢাকা মঙ্গলবার
    ২৪ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নুসরাতকে ইঙ্গিত করে কী বললেন নিখিল?

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১, ০৪:২৬ পিএম

নুসরাতকে ইঙ্গিত করে কী বললেন নিখিল?

বিনোদন ডেস্ক

নুসরাত জাহান ও নিখিল জৈনের দ্বন্দ্বের রেশ এখনও কাটেনি। তাদের বাগ্বিতণ্ডা এখনও অব্যাহত। তার আঁচই কি বারবার এসে পড়ছে নিখিলের ইনস্টাগ্রামে? কেননা তার ইনস্টাগ্রাম পোস্টে দেখা যায়— ‘তোমাকে সব সময় তোমার কথা বলতে হবে না। সময় বলে দেবে।’

কয়েক দিন আগে নিখিলের সঙ্গে বাগ্বিতণ্ডা দিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন নুসরাত। নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে নিখিলের পাঠানো আইনি নোটিশের দু’টি লাইন প্রকাশ করেছিলেন তিনি। যার মাধ্যমে নুসরাত বোঝাতে চেয়েছিলেন নিখিলই প্রথম তাদের সম্পর্কের কথা বোঝাতে ‘সহবাস’ কথাটি ব্যবহার করেছেন।

আনন্দবাজার অনলাইনের কাছে নিখিল জানিয়েছিলেন, নুসরাতকে তিনি সিঁদুর পরিয়ে বিয়ে করেছিলেন। তাই ‘সহবাস’ শব্দটি তিনি কখনই ব্যবহার করেননি। নিখিল পাল্টা অভিযোগ করেছিলেন, স্কুলের এক পুরুষ বন্ধুর সঙ্গে তার অন্য রকম সম্পর্ক আছে বলে সন্দেহ করতেন নুসরাত।

এ রকমই অভিযোগ-পাল্টা অভিযোগের পালা জারি। ব্যক্তিজীবনের বাগ্বিতণ্ডা আদালত পর্যন্ত গড়ালেও ইনস্টাগ্রামে স্টোরির মাধ্যমে মাঝে মধ্যেই নিজেদের কথা বলছেন নিখিল-নুসরাত।

 এস/এএমকে/এম. জামান

আর্কাইভ