• ঢাকা বৃহস্পতিবার
    ০৯ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩১

বুবলীর সঙ্গে কাজ করতে রাজি অপুও!

প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২১, ১০:২০ পিএম

বুবলীর সঙ্গে কাজ করতে রাজি অপুও!

বিনোদন ডেস্ক

গল্পের প্রয়োজনে চিত্রনায়িকা বুবলীর সাথে কাজ করতে রাজি অপু বিশ্বাসও। এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে অপু বিশ্বাসের সঙ্গে অভিনয় করতে আপত্তি নেই  বলে জানিয়েছেন বুবলী। সে কথা গণমাধ্যমের শিরোনাম হওয়ার পর মন্তব্য করেন অপু বিশ্বাস।

 

অপু বিশ্বাস বলেন,‌ 'আমার ব্যক্তিগত জীবন নিয়ে ঝামেলা ছিল। সেটাও শুধু শাকিব খানের সঙ্গে। এর বাইরে আমার কারো সঙ্গে কোনো ঝামেলা নেই। এমনকি আমি পেশাদার জীবনে ক্লিন। যেহেতু আমি পেশাদার শিল্পী, তাই কাজের ক্ষেত্রে কারো সঙ্গে কাজ করতে আপত্তি নেই।

 

তিনি বলেন, ‘পেশাগত জীবনে আমার কাছে সবাই সমান। প্রত্যেক নায়িকাই আমার সহশিল্পী। কাউকে আলাদাভাবে দেখি না। সবাইকে রেসপেক্ট করি। কাজের জায়গায় আমি সবসময় ফেয়ার। তাই তাদের সঙ্গে কাজ করতে আপত্তি নেই। আমি মনে করি ভালো কাজ গল্পের প্রয়োজনে সবার সঙ্গে কাজ করাই বেটার।

 

অপু বিশ্বাস বর্তমানে একাধিক সিনেমাতে কাজ করছেন। কদিন আগে  ‘প্রেম প্রীতির বন্ধনঈশা খাঁনামে দুটি সিনেমা শেষ করেছেন। এছাড়া একাধিক বিপণন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন তিনি।

 

ইফাত

আর্কাইভ