• ঢাকা রবিবার
    ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১

সব অর্জনের মধ্যে মাতৃত্বই সেরা : পিয়া জান্নাতুল

প্রকাশিত: মে ১০, ২০২১, ০২:৫১ পিএম

সব অর্জনের মধ্যে মাতৃত্বই সেরা : পিয়া জান্নাতুল

বিনোদন প্রতিবেদক

মডেল, উপস্থাপক, অভিনেত্রী, আইনজীবী ও ব্যবসায়ী পিয়া জান্নাতুল। চলতি বছরের ৭ জানুয়ারি পুত্রসন্তানের জন্ম দেন তিনি। এর আগে গত বছরের অক্টোবরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে মা হতে যাওয়ার সুখবর ফেসবুকে জানিয়েছিলেন পিয়া।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে পিয়া জান্নাতুল ছেলেসহ বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে ছেলেকে নিয়ে বেশ উচ্ছ্বসিত দেখা যাচ্ছে তাকে। ছবির নিচে ক্যাপশনে পিয়া লিখেন- ‘প্রত্যেক মানুষের জীবনে যেমন কিছু মৌলিক চাওয়া থাকে, আমার জীবনেও তাই। আর তেমন চাওয়ার মধ্যে শুধু মাতৃত্বই বাকি ছিল। আমার জীবনে সব অর্জনের মধ্যে মাতৃত্বই সেরা। আমার সন্তান অ্যারেসকে পেয়ে আমি ধন্য।’ 

ঢাকার শোবিজ তারকাদের মধ্যে প্রথমবার বেবিবাম্প ফটোশুট করে সাড়াও ফেলেছিলেন তিনি। এ ছাড়া গর্ভাবস্থায় স্বাভাবিক কাজকর্ম থেকে নিজেকে গুটিয়ে নেননি পিয়া।

২০০৭ সালে মিস বাংলাদেশের মুকুট মাথায় নিয়ে শোবিজে যাত্রা করেন খুলনার মেয়ে পিয়া জান্নাতুল। প্রথম বাংলাদেশি নারী হিসেবে ‘ভোগ ইন্ডিয়া’ ম্যাগাজিনের কাভার চিত্রেও জায়গা পেয়েছেন তিনি। 

এরপর র‌্যাম্প মডেলিং, একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিজ্ঞাপন, টেলিভিশন নাটকে অভিনয় ছাড়াও ২০১২ সালে রেদোয়ান রনির ‘চোরাবালি’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় নাম লেখান তিনি। এরপর বেশ কিছু সিনেমা, নাটক, উপস্থাপনা ও সঙ্গীতচিত্রে দেখা গেছে তাকে। ২০১৪ সালে ফারুক হাসান সামীরকে বিয়ে করেন পিয়া জান্নাতুল।

রুহুল/এম. জামান
আর্কাইভ