• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মালদ্বীপে কারিনার জন্মদিন উদযাপন

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৫:৩৬ পিএম

মালদ্বীপে কারিনার জন্মদিন উদযাপন

বিনোদন ডেস্ক

সদ্য ৪১-এ পা দিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। এবারের জন্মদিনে স্বামী সাইফের সঙ্গে নির্জন দ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন তিনি। কারিনা, সাইফ ও তাদের দুই ছেলে তৈমুর আলী খান এবং জাহাঙ্গির আলী খান বর্তমানে মলদ্বীপে রয়েছে। জন্মদিনের টুকরো মুহূর্তের ছবি উঠে এসেছে কারিনার সোশ্যাল মিডিয়া দেওয়ালে।

ছবিতে দেখা যায়, সমুদ্রের জলে দুটি খুঁটিতে জ্বলজ্বল করছে ‘হ‌্যাপি বার্থ ডে’ লেখা। আর সৈকতে দুই পুত্রকে নিয়ে হেঁটে যাচ্ছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খান। ক্যাপশনে লিখেছেন— ‘আগুন জ্বলতে থাকুক... জন্মদিনে আমার প্রতিশ্রুতি।’ এর সঙ্গে জুড়ে দিয়েছেন হৃদয়ের ইমোজি।

জন্মদিনে যারা কারিনাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের জন্য একটি ধন্যবাদ নোট শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। তাতে এ অভিনেত্রী লিখেছেন, ‘অপ্লুত... এত ভালোবাসার জন্য সকলকে ধন্যবাদ। প্রত্যেককে সাড়া দেওয়ার চেষ্টা করেছি, যদি কাউকে মিস করে থাকি সেজন্য দুঃখিত। এটা অসাধারণ একটা দিন ছিল।’

২০১২ সালে সাইফ আলী খানের সঙ্গে কারিনা কাপুরের বিয়ে হয়। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলী খানের জন্ম হয়। গত ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে দ্বিতীয় পুত্রসন্তানের জন্ম দেন কারিনা।

এস/এএমকে/এম. জামান

আর্কাইভ