• ঢাকা বৃহস্পতিবার
    ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন ‘বালিকা বধূ’

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২১, ০৪:০৯ পিএম

মালদ্বীপে উষ্ণতা ছড়াচ্ছেন ‘বালিকা বধূ’

বিনোদন ডেস্ক

সময় বদলে গেছে অবিকার। ‘বালিকা বধূ’খ্যাত বালিকা এখন যুবতী হয়েছেন। চেনা ছকের বাইরে গেছেন তিনি। ছুটি কাটাতে প্রেমিক মিলিন্দ চাদওয়ানির সঙ্গে মালদ্বীপে উড়ে গেছেন এই তরুণ অভিনেত্রী। নীল জলের দেশে গিয়েই অন্যভাবে ক্যামেরার সামনে হাজির হন তিনি। আপাতত অবিকার ইনস্টাগ্রামে শুধুই তার খোলামেলা ছবি।

একাধিক স্নান-পোশাক পরে লেন্সবন্দি হতে দেখা গেছে তাকে। কখনও নীল রঙের স্নান পোশাকে খোলা চুলে,  কখনও আবার বালিতে শুয়ে খেলা করতে দেখা গেছে ‘বালিকা বধূ’কে। মালদ্বীপে যাওয়ার পর থেকে তিনি যে ছবিগুলো দিয়েছেন, সেগুলোতে তাকে শুধু স্নান-পোশাকে দেখা যাচ্ছে। নিজের সম্পর্কে চিরাচরিত ধারণা ভেঙে কি নতুনভাবে সামনে আসতে চাইছেন অবিকা? তার অনুরাগীরা কিন্তু তেমনই মনে করছেন।

একটি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন অবিকা। এর পর থেকে মাঝেমধ্যেই প্রেমিকের সঙ্গে নানা ছবি দিতে দেখা যায় তাকে। আপাতত মুম্বাইয়ের ব্যস্ততা এবং কাজ থেকে দূরে ভালোবাসার মানুষের সঙ্গে অবসর যাপন করছেন তিনি।

এস/এএমকে/ডাকুয়া

আর্কাইভ