প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৯:৫২ পিএম
চিত্রনায়ক জায়েদ খানের
বিরুদ্ধে ইউটিউবে আপত্তিকর কন্টেন্ট প্রচার করে গুজব ছড়ানোর অভিযোগে দুই নারীসহ
পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভবিষ্যতে তারা এ ধরনের অপপ্রচার
করবেন না বলে মুচলেকাও দিয়েছেন।
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চলচিত্র অভিনেতা নায়ক জায়েদ খান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপরই ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির স্পেশাল ক্রাইম ও সাইবার ক্রাইম ইউনিট তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করে।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) স্পেশাল ক্রাইম ও সাইবার ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মনিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এডিসি মনিরুল ইসলাম জানান, জায়েদ খান একটি জিডি করেছিলেন। ইউটিউবে জায়েদ খানের বিরুদ্ধে বিভিন্ন মানহানিকর গুজব ও তথ্য দিয়ে ভিডিও বানিয়ে প্রকাশ করা হয়েছে। সেগুলোর কয়েকটি আমরা শনাক্ত করেছি। এসব ইউটিউব চ্যানেলের অ্যাডমিনদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাদের এসব চ্যানেল থেকে আপত্তিকর কন্টেন্ট মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।
জেডআই/এম. জামান