• ঢাকা রবিবার
    ১২ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩১

রাজের সঙ্গে দাম্পত্য শেষ হতে চলল শিল্পার?

প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৬:২৮ পিএম

রাজের সঙ্গে দাম্পত্য শেষ হতে চলল শিল্পার?

বিনোদন ডেস্ক

পর্নকাণ্ডের মামলায় গ্রেফতার রাজ কুন্দ্রার সঙ্গে সংসার করতে চাইছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে, স্বামী রাজকে ডিভোর্স দিয়ে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ নায়িকা। শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে শিল্পার পোস্ট করা এক বার্তা সেই ইঙ্গিতকে যেন আরও উসকে দিলো।

শিল্পা তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একটি বইয়ের প্রচ্ছদের ছবি। শিরোনাম ‘নতুন সমাপ্তি’। যেখানে ইংরেজি ভাষায় কিছু লেখা রয়েছে। যার অর্থ- ‘আমরা হয়তো বসে বসে অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে পারি। কী কী ভুল করেছি, কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, এসব কিছু নিয়ে চিন্তা করতে পারি। কিন্তু অতীতে ফিরে গিয়ে সেসব বদলাতে পারব না। তবে আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুলকে এড়িয়ে যেতে পারি। আশপাশের মানুষের সঙ্গে ভালো ভাবে থাকতে পারি। নিজেদের গুছিয়ে নেওয়ার অজস্র সুযোগ পাব আমরা। অতীতে যা করেছি, তার ভিত্তিতে নিজের পরিচয় তৈরি করার দরকার নেই। নিজের ভবিষ্যৎ নতুন করে তৈরি করতে পারি।’

ক’দিন আগেই রাজের নামে এক হাজার ৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তারই একটি অংশে শিল্পার বয়ান লেখা হয়েছে। সেখান থেকে জানা গেছে, শিল্পা মুম্বাই পুলিশকে জানিয়েছেন স্বামী রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না। এমনকি শিল্পা এও জানান, ‘কাজের চাপে এমনই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে সেসব খবরও রাখতাম না।’

এ দিকে পুলিশের খবর অনুযায়ী, পর্ন ভিডিও বানিয়ে এ দু’টি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর ‘বলিফেম’ তৈরি করা হয়েছিল।

রাজের এমন কাণ্ডের পর থেকেই বেশ বিব্রত শিল্পা শেঠি। স্বামীর এমন হীন কাজকে কোনোভাবেই মেনে নিতে পারছেন না তিনি। সংবাদমাধ্যমেও বলেছেন বিষয়টি। সামনে সত্যি সত্যি রাজকে ডিভোর্স দিলে বিস্মিত হওয়ার কিছু থাকবে না!

শামীম/এম. জামান

আর্কাইভ