প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১২:১১ পিএম
নুসরাত এবং
সিঁদুর, এই
দুই বিষয়ের
যোগসূত্র অনেক
দিনের। নিখিল
জৈনের সঙ্গে
বিয়ের পর
নুসরাত সংসদে
গিয়েছিলেন। ইসলাম
ধর্মাবলম্বী হয়ে
সিঁদুর পরার
জন্য তাকে
কটাক্ষের শিকার
হতে হয়।
তবে এবার
আর কেউ
তাকে কটাক্ষ
করেনি।
মা হওয়ার
পর এই
প্রথম নুসরাত
জাহান এবং
যশ দাশগুপ্ত
একসঙ্গে বিশ্বকর্মা পূজায় গেলেন।
শুক্রবার (১৭
সেপ্টেম্বর) তারা
একসঙ্গে পুজো
কাটালেন এনা
সাহার প্রযোজনা
সংস্থা জারেক
এন্টারটেনমেন্টের আয়োজিত
এই অনুষ্ঠানে।
তাদের ছবি
এখন প্রকাশ্যে।
দেখা যাচ্ছে,
হালকা গোলাপি
রঙের কুর্তা
পরেছেন নুসরাত।
হাতে সোনার
চুড়ি, কানে
সোনার দুল।
পরিপাটি করে
আঁচড়ানো চুল,
মাঝে সিঁথিতে
স্পষ্ট সিঁদুর।
একটি ছবিতে
জনসংযোগ কর্মী
রণজিতের সঙ্গে
নুসরাত। অন্যটিতে
নুসরাত এবং
রণজিতের সঙ্গে
যশ। তার
পরনে হালকা
নীল শার্ট
এবং জিনস।
নিখিলের সঙ্গে
বিচ্ছেদের পর
এর আগেও
যশ এবং
নুসরতকে দক্ষিণেশ্বর
মন্দিরে দেখা
যায়। সেখানে
মদন মিত্রও
উপস্থিত ছিলেন।
তখনও নুসরাত
সিঁদুর, শাখা-পলা
পরেছিলেন। এবারও
সদ্য মা
হওয়া নুসরাত
জোর বিতর্কের
মাঝে সিঁদুর
পরে দেখা
দিলেন। সঙ্গে
তার সন্তানের
বাবা যশ।
এস/এএমকে