প্রকাশিত: মে ৮, ২০২১, ০৮:২৬ পিএম
যেই দেশে মানুষের জীবন বাঁচানো অক্সিজেনেও ভেজাল দেয়া হয়, সেই দেশের প্রকৃতির বেঁচে থাকা উচিত নয়। ফেসবুক খুললে আখেরাতের নসিহত পাই অথচ দুনিয়ায় তৈরি মৃত্যুফাঁদ বন্ধের কোনো উদ্যোগ নেই। আমরা কেউ কারো কথা শুনি না। হত্যা গুম খুন দুর্নীতি ব্যাংক লুট ধর্ষণ ভেজাল খাদ্যে সয়লাব পুরো বাংলাদেশ আজ অসৎ মানুষের চারণভূমিতে পরিণত হয়েছে।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কাটায় ক্ষোভ
প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম
ফেসবুক স্ট্যাটাসে কথাগুলো লিখেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর।
বেহেশতে
যাওয়ার নসিহত মাথায় রেখে দুনিয়াতেই দোজখের
মালিক হচ্ছি আমরা উল্লেখ করে
তিনি লিখেন, ‘কম জানা ভণ্ডদের
খপ্পরে ধর্ম সমাজ রাষ্ট্রের
মূল ভিত্তি ক্ষতবিক্ষত হচ্ছে নিয়ম করে। এক
শ্রেণির বিকারগ্রস্তরা সবকিছুর মূলে দায়ী করে
মায়ের জাতিকে, মনে হয় তার
ঘরে কোনো মা খালা
বোন নেই। পারস্পরিক সম্মানবোধ
আজ নিহত। কোনো মানবতার প্রয়োজন
নেই। এ জাতি এখন
জিন্দালাশের একটা বহর মাত্র।
মিথ্যায় ভরপুর চারপাশ। মরে যাক প্রকৃতি,
বেড়ে উঠুক বিকলাঙ্গ প্রজন্ম।
কোথাও ভালো কিচ্ছু আর
অবশিষ্ট নেই।’
গাছের
প্রতি মায়া না থাকলে
মানুষকে আমি মানুষ মনে
করি না উল্লেখ করে
আসিফ আকবর আরও লিখেন,
‘উন্নয়নজীবীদের প্রথম আক্রমণ প্রকৃতির ঢাল গাছের ওপর
দিয়েই যায়। ফেসবুক গরম
করা বিবৃতি আর প্রতিবাদ এ
সমস্ত লুটেরাদের এক কান দিয়ে
ঢোকে আরেক কান দিয়ে
বের হয়, এরা স্বেচ্ছায়
কানে গরম সিসা দিয়ে
রাখে। আমারও কিচ্ছু করার নাই, কোনো
প্রতিবাদ করার ক্ষমতা নাই,
আমি শৃঙ্খলিত, জাতি উন্মত্ত। ভবিষ্যৎ
প্রজন্মের ভয়াবহ পরিণতির স্কেচ মাথায় আসলে এলোমেলো হয়ে
যাই। অসভ্যরা ধ্বংস হয়ে যাক, এখনো
টিকে থাকা সভ্যদের জন্য
ভালোবাসা অবিরাম।’
রুহুল/এ মিজান/এম.
জামান