• ঢাকা মঙ্গলবার
    ০৪ মার্চ, ২০২৫, ২০ ফাল্গুন ১৪৩১

শুভ জন্মদিন নাঈম

প্রকাশিত: মে ৮, ২০২১, ১২:২৪ পিএম

শুভ জন্মদিন নাঈম

বিনোদন প্রতিবেদক

নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। ১৯৭০ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন তিনি। ১৯৯১ সালে প্রয়াত বিখ্যাত পরিচালক এহতেশামুর পরিচালিত ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নাঈম। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। 

গত বছরের মতো নাঈমের এবারের জন্মদিনও কাটবে ঘরোয়াভাবে। এবারের জন্মদিন বিশেষভাবে উদযাপনের পরিকল্পনা ছিল তার। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে এ দিনটিকে ঘিরে কোনো আয়োজন করছেন না তিনি।

অভিষেকে ‘চাঁদনী’ সিনেমা দিয়ে বাজিমাত করেন নাঈম। রাতারাতি তারকাখ্যাতি পান তিনি। এতে তার বিপরীতে ছিলেন শাবনাজ। সিনেমাটির মাধ্যমে নতুন নায়ক-নায়িকা হিসেবে আলোচনার শীর্ষে উঠে আসে এই জুটি।

এরপর ‘লাভ’, ‘চোখে চোখে’, ‘দিল’, ‘টাকার অহংকার’, ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘সোনিয়া’, ‘অনুতপ্ত’সহ বেশ কয়েকটি সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেন। প্রায় ২০টির মতো চলচ্চিত্রে এই জুটিকে দেখা গেছে। 

যার প্রতিটি সিনেমাই জনপ্রিয় ও ব্যবসা সফল। অভিনয়ের তিন বছরের মাথায় শাবনাজ ও নাঈম দুজনে বিয়ের সিদ্ধান্ত নেন। ১৯৯৪ সালের ৫ অক্টোবর ভালোবেসে বিয়ে করেন তারা।

রুহুল/এএমকে
আর্কাইভ