প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৯:৫৮ এএম
সৌরভ গাঙ্গুলী এমন একটি নাম যা জড়িয়ে আছে ক্রিকেটপ্রেমীদের মনে। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাংলার সৌরভ। বর্তমানে তিনি বিসিসিআই সভাপতির দ্বায়িত্ব পালন করছেন। তার জীবনের গল্প আক্ষরিক অর্থেই সিনেমার মতো।
এবার সৌরভের জীবনের
গল্প দেখা যাবে পর্দায়।
যার প্রযোজনা করবে লভ ফিল্মস।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সেই
সংস্থার সঙ্গে বায়োপিকের চুক্তি সই করেছেন তিনি।
সৌরভের
এ বায়োপিক তৈরি হবে হিন্দি
ভাষাতেই। এই প্রথম জীবদ্দশায়
কোনো বাঙালি তারকাকে নিয়ে তৈরি হচ্ছে
বায়োপিক। তবে এ পর্যন্ত
বায়োপিকের খবর প্রযোজনা সংস্থার
পক্ষ থেকে জানানো না
হলেও শোনা যাচ্ছে খুব
শিগগিরই এ ছবির আনুষ্ঠানিক
ঘোষণা করবে লভ ফিল্মস।
‘দে দে প্যায়ার দে’,
‘প্যায়ার কে পঞ্চনামা’সহ
বেশ কয়েকটি ছবি প্রযোজনা করেছে
তারা।
আগামী বছরই কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। এ ছাড়া নানা কাজে ব্যস্ত সৌরভ বিশেষ সময় দিতে পারছেন না ছবির টিমকে। তাই সৌরভের হয়ে তার দীর্ঘদিনের বন্ধু তথা ক্রিকেটার সঞ্জয় দাস হয়েছেন বায়োপিকের মুখ্য উপদেষ্টা।
তবে কাকে দেখা যাবে সৌরভের চরিত্রে তা নিয়ে কাটেনি ধোঁয়াশা। সৌরভের ব্যক্তিগত পছন্দের অভিনেতা রণবীর কাপুর। তিনি চান পর্দার সৌরভ হোক রণবীর। কিন্তু এর মধ্যেই নতুন গুঞ্জন উঠেছে।
শোনা যাচ্ছে সৌরভের চরিত্রে অভিনয় করতে পারেন হৃত্বিক
রোশন। হৃত্বিক না রণবীর কে
থাকছেন ‘দাদা’র ভূমিকায়,
তা জানতে অপেক্ষা করতে হবে আরও।
ইফাত/এএমকে