প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৭:০৯ পিএম
নির্মিত হচ্ছে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। এই বায়োপিকে দেখানো হবে
‘দাদা’র জীবনের উত্থান-পতনের প্রতিটি মুহূর্ত। তুলে ধরা হবে ‘প্রিন্স অব
কলকাতা’খ্যাত এই ক্রিকেটারের জীবনের গল্প। বায়োপিকটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন ও
অঙ্কুর গর্গ।
বৃহস্পতিবার (৯
সেপ্টেম্বর) সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন এই
ক্রিকেটার ও নির্মাতারা।
তবে রুপালি
পর্দায় সৌরভ গাঙ্গুলী কে হবেন তা নিয়েও ইতোমধ্যে জল্পনা শুরু হয়েছে। শোনা গিয়েছিল,
গাঙ্গুলীর
চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক রোশান। তবে নতুন করে গুঞ্জন, ঋত্বিক নয়,
‘দাদা’র
পছন্দ নাকি রণবীর কাপুর। এর আগে সঞ্জয় দত্তের বায়োপিকে অভিনয় করেছেন এই অভিনেতা।
তার ওপরই নাকি আস্থা রাখছেন সৌরভ গাঙ্গুলী ও নির্মাতারা। যদিও এই বিষয়ে এখনও
আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
টুইটারে সৌরভ
লিখেছেন, ‘ক্রিকেট আমার জীবন, এটি আমাকে মাথা
উঁচু করে সামনের দিকে এগিয়ে চলার আত্মবিশ্বাস দিয়েছে, দারুণ এক পথচলা।
লাভ রঞ্জনের প্রযোজনায় আমার এই পথচলা নিয়ে সিনেমা তৈরি হচ্ছে, আর
তা বড় পর্দায় দেখা যাবে ভেবেই উচ্ছ্বসিত।’
এটি রিটুইট করে
লাভ রঞ্জন লিখেছেন, ‘লাভ ফিল্মসের পরিবারে দাদাকে পাওয়া অত্যন্ত
গর্বের। আমাদের আপনার জীবনের অংশ করা এবং আপনার কাহিনি সারা বিশ্বকে জানানোর
অনুমতি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।’
অভিষেক টেস্টে
সেঞ্চুরি থেকে ন্যাটওয়েস্ট জয়ের পর লর্ডসের গ্যালারিতেই জামা খুলে উড়ানো— তার
জীবনে অনেক ঘটনায় দর্শকের মন জয় করেছে।
সবুজ/এম. জামান