
প্রকাশিত: মে ৭, ২০২১, ০৭:৫৪ পিএম
বিশ্বকবি
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথিতে এবার শিলাইদহে কোনো কর্মসূচি নেই। আগামীকাল পঁচিশে
বৈশাখ কবিগুরুর ১৬০তম জন্মবার্ষিকী।
কলকাতার
জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে ১২৬৮ বঙ্গাব্দে পঁচিশে বৈশাখ জন্মগ্রহণ করেন তিনি। ১৯১৩
সালে কবিগুরুর নোবেল পুরস্কার জয় বাংলা সাহিত্যকে বিশ্বসাহিত্যের মর্যাদা এনে দেয়।
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতাও তিনি।
মহামারি করোনায়
এবারও কবির স্মৃতি বিজড়িত শিলাইদহে সরাসরি কোনো অনুষ্ঠানের আয়োজন নেই। বাঙালির
নিত্যযাত্রা ও সংস্কৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি এখনো দীপ্যমান। তবে করোনার
কারণে রবীন্দ্রসংগীত ও তার সাহিত্য চর্চাও থমকে আছে।
শিলাইদহ
কুঠিবাড়ির কাস্টোডিয়ান (তত্ত্বাবধায়ক) মুখলেচুর রহমান সিটি নিউজকে বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ের আওতাভুক্ত শিলাইদহের
রবীন্দ্র কুঠিবাড়িতে পঁচিশে বৈশাখে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলে নির্দেশ
দেয়া হয়েছে। তিনি বলেন, কুষ্টিয়া জেলা
প্রশাসকের মাধ্যমে প্রাপ্ত এ তথ্যে এখানে জনসমাগম যেন না হয় সেজন্য প্রয়োজনীয়
ব্যবস্থা নেয়া হয়েছে।
১৮৯১ সালে নদিয়া,
পাবনা, রাজশাহী ও উড়িষ্যার জমিদারি তদারকি শুরু করেন
রবীন্দ্রনাথ। সেই সুবাদে কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে তিনি দীর্ঘ সময় অতিবাহিত
করেন। নোবেলজয়ী গীতাঞ্জলিসহ তার জীবনের উল্লেখযোগ্য সাহিত্য রচনা হয়েছে এই
শিলাইদহে।
বকর/এএমকে/০৭
মে/২০২১