• ঢাকা রবিবার
    ২৪ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

গায়ের রঙ কালো বলে আমাকে সেক্সি মহিলা বলা হয়

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১, ০৩:৩৯ পিএম

গায়ের রঙ কালো বলে আমাকে সেক্সি মহিলা বলা হয়

বিনোদন ডেস্ক

জর্জ ফ্লয়েডের ঘটনায় যখন উত্তাল হয়ে উঠেছিল গোটা বিশ্ব, ঝড় উঠেছিল বর্ণ-বৈষম্যের প্রতিবাদে। তখন সেই ঝড়ের হাওয়া এসে পড়েছিল ভারতেও। অনেকেই সে সময় নেট মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছিলেন। তবে আরেক দল এই দৃষ্টান্তের সমালোচনা করে বলেছিলেন, যারা ভিনদেশের এক বাসিন্দার এই করুণ পরিণতিতে চোখের জল ফেলছেন। নিজের দেশে বর্ণবিদ্বেষমূলক ঘটনার নিন্দায় তাদের অনেককেই খুঁজে পাওয়া যায় না।

অথচ, আমেরিকার মতো প্রকট না হলেও, ভারতে বর্ণবিদ্বেষমূলক ঘটনা ঘটে হরহামেশাই। কখনও রঙ কালো হওয়ায় বিয়েতে প্রত্যাখ্যাত হচ্ছেন কোনো মহিলা। কখনও অপমানজনক মন্তব্যের শিকার হতে হচ্ছে কাউকে। বিশেষত ফিল্ম ও মডেলিংয়ের জগতে বহু দিন ধরেই এমন সমস্যার শিকার হয়ে এসেছেন কলাকুশলীরা। সম্প্রতি তেমন এক অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন অভিনেত্রী এষা গুপ্ত।

এষা প্রথম বলিউডে আত্মপ্রকাশ করেন ইমরান হাসমির বিপরীতে, ‘জান্নাত ২’ ছবিতে। তার পর থেকে নিজের ছবির জন্য না হলেও, সাজ-পোশাক এবং রূপটানের জন্য মাঝে মধ্যেই শিরোনামে উঠে এসেছেন তিনি। কিন্তু এই ইন্ডাস্ট্রিতে জায়গা করে নেওয়া সহজ ছিল না তার জন্য, বিশেষত নিজের গায়ের রঙের জন্য।


গায়ের রঙ সামান্য চাপা হওয়ায় প্রথম থেকেই আলাদা করে রাখা হয়েছিল তাকে। তার অপরিচিত সহকর্মী অভিনেতারাও তাকে উপদেশ দিতেন ফর্সা হওয়ার জন্য। একটি সাক্ষাৎকারে এষা অকপটে জানিয়েছেন যে এমন এক সময় ছিল যখন তার রূপটান শিল্পীরাও সচেতনভাবে চেষ্টা করতেন তার কালো রঙ ঢাকা দিতে। ‘সেক্সি’ বা লাস্যময়ী হিসেবে সহজেই তাকে দেগে দেওয়া হয়েছিল, যেহেতু তার গায়ের রঙ কালো।

তার কথায়, ‘এমন কিছু মেকআপ আর্টিস্টও ছিল যারা আমাকে সব সময় ফর্সা করতে চেষ্টা করত, এবং এর ফলে আমার গোটা শরীরকেই আলাদা করে রঙ করতে হতো। কারণ আমার মুখের রঙের সঙ্গে আমার গায়ের রঙ মিলত না।’

কালো হওয়ার জন্য তিনি আবার একই সঙ্গে যৌন আবেদনময়ী। কারণ তার কথায়, আমাদের দেশে ফর্সা মানেই ‘পাশের বাড়ির মেয়ে এবং শরীফ (সৎ)’ আর কালো মানেই খারাপ বা লাস্যময়ী।

তবে এসবের জন্য থেমে থাকেনি তার কাজ, থেমে থাকেননি এষা। সদ্যই তাকে দেখা যাবে সৌমিক সেন পরিচালিত একটি থ্রিলার ওয়েব-সিরিজে। এই সিরিজে তার সঙ্গে অভিনয় করছেন মল্লিকা শেরাওয়াত। স্পষ্টতই, দমে যাওয়ার মেয়ে নন এষা। কালো? তা সে যতই কালো হোক...।

সবুজ/এম. জামান

আর্কাইভ