• ঢাকা বৃহস্পতিবার
    ২৩ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ ১৪৩১

রাজনীতিকের প্রেমে পড়েছেন সুদীপ্তা!

প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২১, ০৪:১৮ পিএম

রাজনীতিকের প্রেমে পড়েছেন সুদীপ্তা!

বিনোদন ডেস্ক

রাজনীতি আর অভিনয় দুনিয়ার গাঁটছড়া নতুন নয়। বলিউড তো বটেই টলিউডেও এ রকম অনেক উদাহরণ আছ। সেই তালিকায় নতুন সংযোজন সৌম্য বক্সী-সুদীপ্তা বন্দোপাধ্যায়। বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্য বক্সীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সুদীপ্তা। সৌম্য তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক।

সোমবার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক একাউন্টে এ খবর জানিয়েছেন সুদীপ্তা। যদিও নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালকের দাবি, এই সম্পর্ক আজকের নয়। বেশ কিছু বছর ধরেই যুগলকে দেখা গেছে একসঙ্গে।

রাজর্ষি দে-র ‘মায়া’-তে সম্প্রতি অভিনয় করেছেন অভিনেত্রী সুদীপ্তা। হঠাৎ নেটমাধ্যমে কেন সম্পর্কের কথা প্রকাশ্যে আনলেন সুদীপ্তা? আনন্দবাজার অনলাইনকে স্পষ্ট জবাব তাঁর, ‘অনেকের মুখ থেকেই অনেক কিছু শুনতে পাবেন। আমি বলব, আমার আর সৌম্যের সম্পর্কের বয়স ২০ মাস। মনে হচ্ছিল, এ বার সম্পর্কটাকে স্বীকৃতি দেওয়া উচিত। সেই কারণেই সবাইকে জানিয়েছি।’

পাশাপাশি তিনি এও স্বীকার করেছেন, বিনোদন-রাজনীতির বন্ধন নতুন না হলেও তাকে এগিয়ে নিয়ে যাওয়া যথেষ্ট কঠিন। সুদীপ্তা তাই সবার আশীর্বাদ চেয়েছেন।

সম্পর্ক যে আজকের নয় সে কথা মেনে নিয়েছেন সৌম্যও। দলীয় কাজ সামলানো বেশি কঠিন না নায়িকাকে সামলানো? তার জবাব, ‘ভালোবেসে করলে যে কোনো কাজ জলের মতো সোজা। ভালোবাসা না থাকলে সেই কাজ সব সময়েই কঠিন। আমার মনে দু’তরফের জন্যই ভালোবাসা আছে। তাই সবটাই চলছে ভীষণ সহজ ভাবে।’

সৌম্য-সুদীপ্তার প্রেমের খবর জানেন তৃণমূল যুব কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদকের পরিবারের সবাই। মা স্মিতা কী বলছেন? সৌম্যের সাফ কথা, একুশ শতকে আলাদা করে কাউকে কিছু বলার প্রয়োজন পড়ে না। সবাই সব জেনে যান। মেনেও নেন। পাশাপাশি, আগামী দিনে পেশা বদলের কোনো সম্ভাবনা নেই, এ কথাও জোর দিয়ে জানিয়েছেন শাসক দলের প্রতিনিধি। তাঁর দাবি, তাঁরা যে যার পেশায় খুব ভালো আছেন। তাই পেশা বদলের কোনো তাগিদ আগামী দিনেও অনুভব করবেন না।

নেটমাধ্যমে সম্পর্কের কথা উঠে এসেছে- তা হলে কি খুব শিগগিরই সাতপাক ঘুরবেন সৌম্য-সুদীপ্তা? সৌম্যের যুক্তি, হাতে অনেক সময়। তাই ধীরে-সুস্থে এগোচ্ছেন তারা। সব কিছুই সময় মতো হবে।

সবুজ/ডাকুয়া

আর্কাইভ